Loading..

প্রকাশনা

০৮ অক্টোবর, ২০১৯ ০৫:৩৭ অপরাহ্ণ

shadinota
img
FARUQEE

সহকারী শিক্ষক

জিজ্ঞাস কর স্বাধীনতা কী,,,

ফিলিস্তিনের স্বজন হারানো সন্তান বুঝে স্বাধীনতা মানে।
রোহিঙ্গা নারী-শিশু খুজে স্বাধীনতার মানে,,,
ইয়েমেনের আকাশ জানে স্বাধীনতার মানে,,,
কাশ্মীরের লাশের মিছিল বলে স্বাধীনতার মানে,,,
চীনের উইঘুর সম্প্রদায়ের বুকের তাজা রক্ত বলে স্বাধীনতার মানে,,,,

আমার কাছে স্বাধীনতা,,,
ত্যাগ করেছে জাতির পিতা,,
দিয়েছে এক স্বাধীনতা,,
ভুলেছি সব যথাতথা,,
দেওয়ার বেলায় স্বার্থ দেখা,,,
নেওয়ার বেলায় ছিঃছি এই ছিল স্বাধীনতা!!
স্বাধীনতা ওরে নয় কোন মুখের কথা।
আকাশ পানে বারেক দেখা,,,
বিশালতার নেই কোন রেখা,,,
মেঘমালার ছুটে চলা এই তো তার স্বাধীনতা,,,
বৃষ্টির কাছে স্বাধীনতা, পড়ে যায় সে যখন যেতা।
স্রষ্টার দান স্বাধীনতা,,
বিকিয়ে দিলি হায়! অভাগা।।

রক্ষা কর স্বাধীনতা
ত্যাগের নাম-ই স্বাধীনতা।
দুষ্টু লোকের মিষ্টি কথা নয়তো রে তা স্বাধীনতা।
সৎ সাহসে সত্য বলা এরি নাম- স্বাধীনতা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি