Loading..

খবর-দার

০৯ অক্টোবর, ২০১৯ ১২:৩২ অপরাহ্ণ

মুক্তপাঠ’

মুক্তপাঠ’ বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম। এ প্লাটফর্ম থেকে আগ্রহী যেকেউ যেকোনো সময় যেকোনো স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এই প্লাটফর্মে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীও ‘মুক্তপাঠ’ থেকে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। ‘মুক্তপাঠ’-এর ব্যবহারকারী হল শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, কর্মজীবী ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, প্রবাসী কর্মী কিংবা গৃহিণী সবাই। ‘মুক্তপাঠ’-এ রয়েছে শিক্ষকদের জন্য ‘মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি’ নামক একটি অনলাইন কোর্স। এছাড়া সাধারণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং বিদেশগামী কর্মীদের জন্য আরও বিভিন্ন কোর্স তৈরির কাজ চলমান রয়েছে। মুক্তপাঠ শিক্ষা, দক্ষতা এবং পেশাদার উন্নয়নের জন্য একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। বিভিন্ন শিক্ষা কোর্স এবং বিষয়বস্তু মুক্তপাঠের মাধ্যমে শিক্ষক, অভিবাসী শ্রমিক, বেকার যুবক, কৃষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা এবং এনজিওসহ বিভিন্ন ধরণের পেশাদারদের কাছে বিতরণ করা হয়। মুক্তপাঠ স্ব-কর্মসংস্থানে তাদের উত্সাহিত করার লক্ষ্যে বাংলাদেশের বেকার ও নিযুক্ত তরুণদের জন্য কোর্স এবং টিউটোরিয়াল সরবরাহ করে। কোর্স এবং বিষয়বস্তু যথাযথ ডোমেন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রাসঙ্গিক বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন এবং উন্নত করা হয়। http://www.muktopaath.gov.bd