Loading..

নেতৃত্বের গল্প

০৯ অক্টোবর, ২০১৯ ০৩:৫১ অপরাহ্ণ

সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্টান এবং স্বপ্নের স্কুল (তাহের মাধ্যমিক বিদ্যালয়)

সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্টান এবং স্বপ্নের স্কুল

রবার্ট কে. গ্রিনলিফ তাঁর বই The Servant as Leader- বলেছেন, ‘রূপকল্প হচ্ছে এমন কিছু যা একজন নেতাকে নেতৃত্ব দেয়, একজন নেতাকে পথ দেখায় যখন তিনি তার এই রূপকল্প হারিয়ে ফেলার চেষ্টা এবং অন্য ঘটনা দ্বারা চালিত হতে বাধ্য করতে পারে না, সেই হল প্রকৃত নেতাএই রূপকল্প বা ভবিষ্যৎ জানতে পারার জ্ঞান এবং সে অনুযায়ী কাজ করতে না পারার ব্যর্থতা তাদেরকে নেতৃত্বের পদ থেকে সরে যেতে বাধ্য করে

সকল মহান নেতারই একটি করে রূপকল্প ছিল যা তারা সম্পন্ন করেছেন। সেই রূপকল্পই তাদের প্রতিটি চেষ্টার পিছনে শক্তি জুগিয়েছে। তাদেরকে অন্য সব সমস্যা অতিক্রম করার শক্তি দিয়েছে। একজন নেতা একটি রূপকল্প সাথে নিয়ে সব জায়গায় যান এবং এটি একটি সংক্রামক চেতনার মতো যা সকলের আত্মাকে স্পর্শ করে। তারপর সকলে সেই একই চেতনা নিয়ে নেতার পাশে দাঁড়ায় এগিয়ে যায়

মোহাম্মদ রফিকুল ইসলাম হলেন তেমন একজন ব্যক্তি। যার নেতৃত্বে তাহের মাধ্যমিক বিদ্যালয় টি ১৯৯৫ সালে প্রতিষ্টা লাভ করে । একটি খডের ঘর দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় বিদ্যালয়টি চালু হয়। ছিল না কোন আসবাবপত্র, শিক্ষা উপকরণ, ছিল না কোন ভৌতকাঠামো । তার বলিষ্ট নেতৃত্বের ,দৃঢতা, সততা, কর্ম পরিকল্পনা দিয়ে আজ কুষ্টিয়া জেলার সের প্রতিষ্টান, ডিজিটাল নির্মানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদান করার কারনে ২০১৫,২০১৬ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেরা প্রতিষ্টান ও সেরা প্রতিষ্টান প্রধান নির্বাচিত হয়।

 এছাড়াও ২০০২,২০০৩,২০১৫,২০১৬,২০১৭,২০১৮,২০১৯ সালে উপজেলা পর্যায় সেরা প্রতিষ্টান প্রধান এবং ২০১৫ ,২০১৯সালে জেলার সেরা প্রতিষ্টান নির্বাচিত । সহপাঠ্যক্রমের ক্ষেত্রেও বিদ্যালয়টি ২০০৭ সাল থেকে উপজেলা, জেলা বিভাগীয় পযায় কৃত্বের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। স্কাউটে ন্যাশনাল এর্য়াড অর্জন করিয়াছে। জাতীয় সকল কর্মকান্ডে অংশগ্রহন, বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন,বার্ষিক কর্মপরিকল্পনা, বাজেট প্রনয়ণ, ব্যাংকিং পদ্ধতিতে সকল লেনদেন, আভ্যন্তরিন অডিট করন, বৃক্ষ রোপনসহ সফল নেত্বের মাধ্যমে আজ বিদ্যালয়টি খেডের ঘর থেকে চার তলা বিশাল ভবনের মাধ্যমে পাঠদান করাতে সক্ষম হয়েছে ।তিনি ইতিমধ্যে প্রশাসনিক, একাডেমিক, আইসিটিসহ প্রায় ৬০টি প্রশিক্ষণ গ্রহণ করেছেন । তিনি মুক্ত পাঠ, শিক্ষক বাতায়ন এর সক্রিয় সদস্য ।  

একটি স্বপ্নকে অনুধাবন করতে একতা খুবই গুরুত্বপূর্ণ। সানন্দে বহু ঘণ্টার শ্রম দেওয়া যায় সেই লক্ষ্য পূরণে। ব্যক্তিগত চাহিদা একপাশে সরিয়ে রাখা হয় কারণ তার চেয়ে ঐক্যবদ্ধ দলের গুরুত্ব অনেক বেশি। সময় চলে যায়, আদর্শ জেগে ওঠে, নায়োকচিত গল্প বলা হয় এবং স্বপ্ন পূরণের অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবে জেগে ওঠে। কেন? কারণ নেতার একটি রূপকল্প আছে! তার অন্যতম উদাহরন মোহাম্মদ রফিকুল ইসলাম

তিনি মাল্টিমিডিয়া মাধ্যমে নিয়মিত ক্লাস পরিচালননা করে থাকেন।

২০২০ শিক্ষা বর্ষ হতে ডিজিটাল হাজিরা এবং প্রতিটি শ্রেনী কক্ষ সিসি ক্যামেরা স্থাপন, ৫টি শ্রেনীতে মাল্টিমিডিয়া ক্লাশ স্তাপন করা হবে। বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলা, সকল জাতীয় দিবস পালন, সহ নানা ধরনের কর্মকান্ড  দ্বারা বিদ্যালয় পরিচালিত হয়।

 বিদ্যালয়ের আঙ্গিনা তার নেতৃত্বে সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।

ভবিষ্যত পরিকল্পনায় আছে, ডিজিটাল হাজিরা, সিসি ক্যামেরা স্থাপনসহ ডিজিটাল বিদ্যালয় হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন ।