Loading..

খবর-দার

০৯ অক্টোবর, ২০১৯ ০৬:৪৪ অপরাহ্ণ

মোবাইল কলিং অ্যাপ তৈরির কর্মশালা ---

মোবাইল কলিং অ্যাপ তৈরির কর্মশালা ---

অদ্য ০৯-১০-২০১৯ ইং তারিখ রোজ বুধবার টাংগাইল জেলার, ICT4E টাংগাইল জেলা অ্যাম্বাসেডরদের উদোগ্যে  এক মোবাইল কলিং অ্যাপ তৈরির কর্মশালার আয়াজন করা হয়। উক্ত কর্মশালায় ICT4E টাংগাইল জেলা অ্যাম্বাসেড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।

ভেন্যু : পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল। (শেখ রাসেল ডিজিটাল ল্যাব)

আয়োজনে : ICT4E টাংগাইল জেলা অ্যাম্বাসেডর, কলিং অ্যাপ

প্রশিক্ষণ পরিচালনায়: মো: সেলিম বাদল ,সহকারী শিক্ষক- আইসটি, ভূটিয়া উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাংগাইল।

সার্বিক সহযোগিতায় : মুহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক- আইসিটি, পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল।