স্থিতিবিদ্যা | h.s.c higher math statics | Higher Math 2nd paper

চিরায়ত বলবিজ্ঞান বা চিরায়ত বলবিদ্যা নামের পদার্থবিজ্ঞানের শাখায় বিভিন্ন রকমের বস্তু, যেমন প্রক্ষেপক, যন্ত্রাংশ, খ-বস্তু, মহাকাশযান, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ইত্যাদির গতি বর্ণনার চেষ্টা করা হয়। যে সব বস্তুর গতি আলোর গতির চেয়ে অনেক অনেক কম, সেইসব ক্ষেত্রে চিরায়ত বলবিজ্ঞান খুবই সঠিক ফলাফল প্রদানে সক্ষম। এটি বিজ্ঞানের অন্যতম প্রাচীন ও বৃহত্তম শাখা। চিরায়ত বলবিজ্ঞানের মূলনীতিসমূহ নিউটনের গতিসূত্রসমূহের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
চিরায়ত বলবিদ্যা বল এবং বলের প্রভাবাদি নিয়ে বিস্তর আলোচনা করে থাকে। বিজ্ঞানের যে শাখায় বল ও বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে বলবিদ্যা বা বলবিজ্ঞান বলে। এটি পদার্থবিজ্ঞান ও গণিতের মৌলিক পাঠ্য।
গতি আছে কি নেই এ বিষয়ের উপর ভিত্তি করে, অধ্যয়নের সুবিধার জন্য বলবিদ্যাকে কয়েকটি শাখায় ভাগ করে নেয়া হয়। যথাঃ
১। স্থিতিবিদ্যা (Statics)
২। গতিবিদ্যা (Dynamics)

মতামত দিন


মোঃ সাইফুল ইসলাম
শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করায় পূর্ণরেটিংসহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

ফকির মিন্টু আলী
স্যার আমার এ সপ্তাহের কন্টেন্টগুলো দেখার অনুরোধ করছি। শিখনফল দেখে শিখন-শেখানো কৌশল মাফিক প্যাডাগোজী মোতাবেক আছে কি না ভাল করে দেখার অনুরোধ করছি। এটি সহজ, সাবলিল, পরিচ্ছন্ন কন্টেন্ট যা শ্রেণি উপযোগী, দেশীয় ইমেজ, সিম্পল এনিমেশন বোর্ড বইয়ের সাথে মিলিয়ে বানানো হয়েছে। পর্যবেক্ষন করার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি। কন্টেন্টটি ভালো করে দেখে আপনারা এর ত্রূটি-বিচ্যূতিগুলো তুলে ধরলে পরবর্তিতে আরো ভাল কন্টেন্ট উপহার দেয়া সম্ভব হবে বলে আমি মনে করি।আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা, পরামর চাই স্যার আমার এ সপ্তাহের কন্টেন্টগুলো দেখার অনুরোধ করছি। শিখনফল দেখে শিখন-শেখানো কৌশল মাফিক প্যাডাগোজী মোতাবেক আছে কি না ভাল করে দেখার অনুরোধ করছি। এটি সহজ, সাবলিল, পরিচ্ছন্ন কন্টেন্ট যা শ্রেণি উপযোগী, দেশীয় ইমেজ, সিম্পল এনিমেশন বোর্ড বইয়ের সাথে মিলিয়ে বানানো হয়েছে। পর্যবেক্ষন করার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি। কন্টেন্টটি ভালো করে দেখে আপনারা এর ত্রূটি-বিচ্যূতিগুলো তুলে ধরলে পরবর্তিতে আরো ভাল কন্টেন্ট উপহার দেয়া সম্ভব হবে বলে আমি মনে করি।আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা, পরামর চাই

বিপুল কুমার সরকার
স্যার, নমস্কার/আদাব নিবেন, বাতায়নে সক্রিয় থাকায় আপনাকে -স্বাগত। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন।আপনাকে অভিনন্দন।লাইক কমেন্ট পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল সেই সাথে আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।আমার আপলোড কৃত ১ম কন্টেন্ট দেখে মতামত দেয়ার অনুরোধ রইল। ( bipulsarkar1977@gmail.com ) (01730169555 )

মোঃ আশরাফ আলী
পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল।খুব সুন্দর এবং গ্রহনযোগ্য কন্টেন্ট বানানোর জন্য ধন্যবাদ ও উৎসাহ রইল।আমার কন্টেন্টটি দেখার অনুরোধ রইল।আমার কন্টেন্টটি দেখে লাইক,রেটিংসহ মন্তব্য আশা করি।

হোসনে আরা নাহার
রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার উদ্ভাবনি গল্পে শিক্ষার্থী সৃজনশীলতা দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোহাম্মদ ওয়ালী খান
আলহামদুলিল্লাহ্। সুন্দর হয়েছে। তবে লিখার সময় font type & size এর দিকে যত্নবান হলে ভাল হবে। শুভ কামনা মনির স্যার।




মোঃ তৌফিকুল ইসলাম
রেটিংসহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখার আমন্ত্রন রইল।

লাইলী আক্তার
সুন্দর কন্টেন্ট। লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইল। আমার এই সপ্তাহের ৩য় শ্রেণির মহাদেশ কনটেন্টটি দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মো: মিজানুর রহমান চৌধুরী
শ্রেণি উপযোগি কনটেন্ট আপলোড করার জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইল। আমার এই সপ্তাহের কনটেন্ট ১০ম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের " বৃক্ক " কনটেন্টটি দেখে লাইক, কমেন্ট ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোহাম্মাদ মনিরুজ্জামান
সুন্দর শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য রেটিং সহ ধন্যবাদ ও শুভ কামনা রইল। আমার কন্টেন্ট দেখে মতামত ও রেটিং দেওয়ার অনুরোধ করছি।

স্বরুপ কুমার দাস
পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখে রেটিং ও মতামত দেবার জন্য বিনীত অনুরোধ রইল।
সাম্প্রতিক মন্তব্য