Loading..

প্রকাশনা

১৫ অক্টোবর, ২০১৯ ১২:৩৭ পূর্বাহ্ণ

গোমতী

পাহাড় থেকে ধেয়ে আসা

পানির স্রোতে জন্ম আমার।

গোমতী নদী নাম ধরেছি 

খাম খেয়ালী স্বভাব হাজার।

বেয়ে চলি সাগর পানে

আমার গতি কেউ না জানে;

ইচ্ছে হলেই দালান কোঠা

সাথে নিয়ে যাই বাসিয়ে।

কুমিল্লার দূঃখ নামে

পরিচয় যে সারা দেশে,

কেউ হাসে কেউ কাঁধে

আমার মাঝে জল দেখে।

সাত সকালে আমার ঘাটে

বউ ঝিদের মেলা বসে।

কলসি কাঁখে পানি নিয়ে

গুটি গুটি পায়ে তারা ধাঁয়।

হংস রাজি দল বেঁধে সব

আমার বুকে লাফিয়ে পরে

শংখ শামুক নুড়ি পাথর

যে যা-ই পায় আহার করে। 

#মোঃ হাবিবুর রহমান আখন্দ

সহকারী শিক্ষক

নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেবিদ্বার, কুমিল্লা।

০১৮২২২৪৫৪৩৩

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি