Loading..

উদ্ভাবনের গল্প

২১ অক্টোবর, ২০১৯ ০৫:৪৭ অপরাহ্ণ

Let`s know" Bangabondhu Sheikh Mujibur Rahman & our Liberation War-1971."

গাজীরহাট উচ্চ বিদ্যালয়, সেনবাগ, নোয়াখালী এর সপ্তম শ্রেণির শিক্ষার্থিদের দ্বারা নির্মিত ভিডিও ডকুমেন্টারি" বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে জানি ও মুক্তিযুদ্ধকে জানি।"শীর্ষক নির্দেশনা মূলক ভিডিও`র ধারাবাহিক পর্ব শিক্ষার্থিদের দ্বারা স্থানীয় মুক্তিযোদ্ধার সাক্ষাতকার। 

       শিক্ষার্থিদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচী গ্রহন করেছিঃ

           # ৭ম শ্রেনির শিক্ষার্থিদের ১৪ জন দলনেতার অধীনে প্রতিদলে ১০ জন শিক্ষার্থী নিয়ে ১৪ টি দল গঠন করা হয়েছে।

          # প্রত্যেক দলকে এক এক জন মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে সাক্ষাতকার গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে।

          # সাক্ষাতকার গ্রহনের জন্য দলনেতাদের সমন্বয়ে একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে।

          # এ পর্যন্ত চারজন বীর মুক্তিযোদ্ধা জনাব ফয়েজ আহম্মদ ও সফিকুর রহমানের বাড়িতে গিয়ে এবং শহিদ মুক্তিযোদ্ধার জনাব আব্দুস সামাদের নিকটজন

             জনাব আবুল কালাম আজাদ ও প্রত্যক্ষদর্শী জনাব মাস্টার এবি ছিদ্দিক সাহেব কে বিদ্যালয় প্রাঙ্গনে এনে সাক্ষাতকার গ্রহন করেছে ।

          # সাক্ষাতকারের ছবি ও ভিডিও চিত্র ধারণ করে শিক্ষার্থিদের দ্বারা একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করে ইউটিঊব চ্যানেলে দেয়া হয়েছে।

          # বিদ্যালয়ের দৈনিক সমাবেশে মাসিক ভিত্তিতে একজন স্থানীয় মুক্তিযোদ্ধাকে স্যালুট প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

          # শিক্ষার্থিদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে উদ্ধুদ্ধ করা হচ্ছে।

          #  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে জানি ও মুক্তিযুদ্ধকে জানি  এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।