Loading..

প্রকাশনা

২১ অক্টোবর, ২০১৯ ০৮:২৪ অপরাহ্ণ

SDG-4, Quality Education

শিক্ষার আলো জ্বালো রে ভাই, শিক্ষার আলো জ্বালো। আলোর ছোঁয়া লাগলে পড়ে, খারাপ হবে ভালো।।

শিক্ষার আলো জ্বালো রে ভাই, শিক্ষার আলো জ্বালো।।অন্ধকারের শিকল টাকে আজকে ভেঙে ফেলো।।

অজ্ঞতাকে করতে জয়, দেখো সারা বিশ্বময় আলোর প্রদীপ জ্বলতেছে সবদিকে।।       তুমিও হও তাদের সাথী,অন্ধকারে জ্বালো বাতি, মুছে ফেলো অশ্রু লেখাটিকে।।

দেশকে যারা ভালোবেসে, অনেক বাধা পেরিয়ে এসে, বীরের বেশে লড়ছে দিনে রাতে।। কাজ করে যায় মনেপ্রাণে, শিক্ষা ছড়ায় বাতায়নে,এস ডি জি  ফোর পেতে।।

মিলিয়ে হাত তাদের হাতে, কাজ করো ভাই একসাথে, তবেই ভূতের হবে পরাজয়।। আলোর ঝলক দেখবে সবে, সোনার বাংলা গড়া যাবে, মানবতার হবে মহা জয়।।

শিক্ষার আলো জ্বালো রে ভাই, শিক্ষার আলো জ্বালো, আলোর ছোঁয়া লাগিয়ে সকল খারাপ হবে ভালো।।



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি