Loading..

উদ্ভাবনের গল্প

২২ অক্টোবর, ২০১৯ ০৯:৪৪ অপরাহ্ণ

লোডসোডিং এর নেই ভয়, মাল্টিমিডিয়া ক্লাসের হবে জয়।

সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এই উদ্ভাবনের মাধ্যমে এই বিষয়টিই ফুটিয়ে তুলতে চেয়েছি যে,বিদ্যুতের ঝামেলা তো থাকবেই না, তাছাড়া নিজের ব্যক্তিত্ব জাহিরে, নিজের ক্লাসটি মনের মত করে ফুটিয়ে তুলতে এই স্মার্টফোন প্রজেক্টরের কোন বিকল্প নেই-আরও পরিস্কার করে যদি বলতে চাই তা হল- এমন একটি শব্দ যা মুখে বলে বোঝানো যাচ্ছে না-কোন মতেই যাচ্ছে না- মাল্টিমিডিয়া ক্লাসে ও যাওয়া সম্ভব না, অন্য স্যার ঢুকে গেছেন- তখন আপনার পকেটে থাকা স্মার্টফোন প্রজেক্টরটি বের করে গুগল সার্চ করে কত সুন্দর ভাবে বিষয়টি চিত্র সহ বোঝানো গেল- ছাত্ররা তৃপ্তি পেল- আপনার আমার মনটা গর্বে ভরে গেল। এমন হাজারো সমস্যা আছে- যা আমরা এড়িয়ে যাই। 

বিঃদ্রঃ-অবশ্যই প্রখ্যাত ব্রান্ডের এবং সেটি পাওয়ার পয়েন্ট সাপোর্টকৃত কিনা এবং উন্নত রেজুলেশন কিনা দেখে নিতে হবে ।