Loading..

ডকুমেন্ট

২৩ অক্টোবর, ২০১৯ ০২:১২ অপরাহ্ণ

আজ আখেরী চাহার সোম্বা

আখেরী চাহার  সোম্বা উপলক্ষ্যে সুনামগঞ্জ  জেলার ছাতক উপজেলার ভাতগাঁও  ইউনিয়নের জহিরপুর উত্তর পাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়াও ,আলোচনা সভা ও শিরনী  বিতরণ করা হয়। মসজিদের মুওয়াতল্লী মাষ্টার মাওলানা জমিরুল হক সাহেবের সভাপতিত্ত্বে এবং ক্যাশিয়ার জনাব মোঃ মাইদুল ইসলামের পরিচালনায় জহিরপুর উত্তর পাড়া গ্রামের মুরুব্বীয়ানের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র মসজিদের খতিব হযরত মাওলানা আনোয়ার  হুসেন সাহেব। তার বক্তব্যের সারমর্ম নিচে তুলে ধরা হল।ফারসি বাক্য 'আখেরি চাহার সোম্বা'র বাংলা আর্থ 'শেষ বুধবার'।প্রায় ১৪০০ বছর আগে হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ বোধ করেন।২৩ হিজরির শুরুতে মহানবী (সাঃ) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না।২৮ সফর বুধবার মহানবী সুস্থ হয়ে ওঠেন। দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। এ দিন শেষ বারের মতো গোসল করেন রাসূল (সাঃ)। শেষ বারের মতো নামাজের ইমামতি করেন এই দিন।মহানবীর সুস্থতার খবরে সাহাবীগণ উচ্ছসিত হয়ে উঠেন। তাঁরা আনন্দিত চিত্তে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরুপ হাজার হাজার দিনার সদকা-খয়রাত এবং বহু সংখ্যক উট-দুম্বা কুরবানী করেন।তবে ২৯ সফর আবার অসুস্থ হয়ে পড়েন মহানবী (সাঃ)। তার মাত্র ১৫ দিন পর ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি