Loading..

উদ্ভাবনের গল্প

২৩ অক্টোবর, ২০১৯ ০৩:৩০ অপরাহ্ণ

প্রকৃত শিক্ষকের কাছে শিক্ষার্থীরা সন্তান তুল্য আমি চাই “আমার সন্তান যেনো থাকে দুধে-ভাতে নয় আমার সন্তান যেনো আলোকিত মানুষ হয়”

পড়াশুনার চাপে এই প্রজন্মের হারিয়ে যাচ্ছে স্বর্ণালী শৈশব, দুরন্ত কৈশোর, নষ্ট হয়ে যাচ্ছে সুকুমার বৃত্তিগুলো।

ভালো রেজাল্টের ইঁদুর দৌড়ে সামিল হয়ে তৈরি হচ্ছে একেকটা যন্ত্র মানব, ফলে নীতিহীন, মানবতা বিহীন নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে পারিবারিক অশান্তি, জন্ম নিচ্ছে সামাজিক অস্থিরতা।

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, ভালোবাসা, মানবতা বিলীন হয়ে যাচ্ছে, তাই নিছক আনন্দ পেতে নির্দ্বিধায় তারা পৈশাচিক উল্লাসে মেতে উঠছে। নির্মম হলেও তাদের বিবেক দংশন করছে না। ঈশ্বরী পাটুনী দেবী অন্নপূর্ণার কাছে বর চেয়েছিলো: "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" অনেক অভিভাবক আজও তাই ই চায়, সে কারণে যে কোনো ভাবেই হোক তাদের চাই ভালো রেজাল্ট! কিন্তু বেইসহীন ভালো রেজাল্টের কারণে ডবল জিপিএ-5 পেয়েও ভর্তি পরীক্ষায় পাস নম্বর পাচ্ছে না!

 

আমি স্বপ্ন দেখি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সকল আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই কলেজটি একটি ডিজিটালাইজ কলেজে পরিণত হবে প্রতিটি শিক্ষার্থী এক একটি দীপশিখা হয়ে গড়ে উঠবে