Loading..

খবর-দার

২৩ অক্টোবর, ২০১৯ ১১:১৯ অপরাহ্ণ

"হাওড় সম্মেলন ও শিক্ষক মিলনমেলা"

একটি স্বপ্নীল হাওড় সম্মেলন দেখার প্রত্যাশায়
#####################################
সারা দেশের কাজ পাগল শিক্ষক বাতায়নের সক্রিয় শিক্ষক নিয়ে ব্যক্তি পর্যায়ে সোনালী আসর, ভৈরব নামে এক সফল মিলনমেলার আয়োজন করা হয়েছিল। যার গল্প শুনে আসছি কিন্তু উপস্থিত থাকার সৌভাগ্য হয়নি। সেই সোনালী আসরের প্রেরণা, উৎসাহ আর সফলতার রেশ ধরেই এক ঝাঁক সক্রিয় শিক্ষকের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে এবার হাওড় সম্মেলন ও শিক্ষক মিলনমেলা নামক আরেকটি শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে 360 আওলিয়ার দেশ, পূন্যভূমি সিলেটে। কোন বিপত্তি না ঘটলে আগামী 22-23 ডিসেম্বর/2019 উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশায়াল্লাহ্।
এই সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজক ও উদ্ভাবক তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এমন একটি মিলনমেলায় যারা অংশগ্রহণ করার সুযোগ পাবেন তাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা, যারা বুদ্ধি পরামর্শ দিয়ে, নানা উক্তি দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। জানিনা এমন অনুষ্ঠানে অংশগ্রহন করার সৌভাগ্য হয় কিনা। তবে হতাশার মধ্যেও আশার আলো জ্বালিয়ে রাখতে দোষ কি? যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেতে যাচ্ছি এই অনুষ্ঠান তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ্ তাদের নেক হায়াত ও সুস্থতা দান করেন। স্যার দের পরিশ্রম সফল ও স্বার্থক হোক।
#হাওর_সম্মেলন_যাঁদের_নিয়ে- হতে যাচ্ছে--
১.#সপ্তাহের_সেরা_কণ্টেন্ট_নির্মাতা
(শর্টলিস্টেড ১৮অক্টোবর-১৯ পর্যন্ত)
২.#মিড_ডে_মিল
(সিলেট বিভাগ ৮ জন, সমগ্র দেশ ৪জন)
৩.#লাইফ_লং_লার্নার_শিক্ষক
(সমগ্র দেশ-১০ জন)
৪.#বঙ্গবন্ধু_ও_মুক্তিযুদ্ধকে_জানি
(সিলেট বিভাগ ৪জন)
৫.#তরুন_উদ্ভাবক_শিক্ষক(৪জন)
৬.#সবুজ_ও_পরিচ্ছন্ন_স্কুল(সমগ্র দেশ ৪টি)
৭.#জেলা_অ্যাম্বাসেডর_শিক্ষক (সিলেট বিভাগ)
এছাড়া---------
'হাওর পাড়ের শিক্ষার বর্তমান ও ভবিষ্যত ভাবনা'
কি কি করা যায় হাওর পাড়ের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য।
ভালো কিছু আইডিয়া নিচের ইমেইলে জমা দেন।
নির্বাচিত ৩ জন সেরা আইডিয়া প্রদানকারী পাবেন সম্মেলনে আমন্ত্রণসহ বিশেষ সম্মাননা।
[email protected]
[email protected]