Loading..

প্রকাশনা

২৫ অক্টোবর, ২০১৯ ০২:১৫ অপরাহ্ণ

শিক্ষক

শিক্ষার পূর্ণজ্যোতি প্রাণে ছোঁয়াও তুমি
বদ্ধ মনটাকে উন্মুক্ত করতে শেখাও তুমি
ছোটো ছোটো পায়ের ছাপগুলো
বড় বড় পায়ের পদক্ষেপে পরিণত করার পথ দেখাও তুমি

তুমি শিক্ষক
আমার শিক্ষক
সকলের শিক্ষক
ভালবাসার শিক্ষক,

মা বাবার পরেও পরক্ষে মা বাবা হয়ে ওঠো তুমি
দু:স্থ ছাত্রের ছেঁড়া পোশাক নতুন পোশাকে বদলাও তুমি
ডানপিটে ছাত্রটার মধ্যেস্থিত ধীর মন্ত্র জাগাও তুমি

মেধাবী ছাত্রের জন্য তো তুমি পরমগুরু
সর্বক্ষণ পাশে পাশে থেকে
বিভিন্ন বই-শিক্ষণীয় পত্রপত্রিকার জোগাড় করা শুরু

এছাড়াও ফাঁকিবাজ ছাত্রটি
যার কাছে পড়াশোনা শাস্তিস্বরূপ
শ্রেণীর শেষ বেঞ্চটির অধিকারী যে,
তাকেও তুমি সমান ভালোবাসো,

স্নেহের পরশ দিয়ে তাকে পড়াশোনা বোঝাও
উৎসাহ দাও তার ভালোবাসার বিষয়েও

সত্যিই তুমি শিক্ষক
আমার শিক্ষক
সকলের শিক্ষক
ভালোবাসার শিক্ষক!

সমাজের সংস্কারে তোমার থেকে
বড় সংস্কারী আর কেও নহে

তুমিই তো পারো অন্ধের দৃষ্টি ফেরাতে
মূর্খের মধ্যে জ্ঞানবুদ্ধি ফেরাতে
অহংকারীর মধ্যে চেতনা ফেরাতে
আর অন্যায়কারীর মধ্যে ন্যায় ফেরাতে;

আবার বলি তুমি শিক্ষক
আমার শিক্ষক
সকলের শিক্ষক
ভালোবাসার শিক্ষক!

আজ জনতা ডাক্তার,ইঞ্জিনীয়ার,উকিল,বিজ্ঞানী
চায় সমাজের বুকে
কিন্তু কেউ কি বুক ফুলিয়ে বলবেনা?
আমি শিক্ষক হতে চাই;শিক্ষক না থাকলে তো
ডাক্তার,ইঞ্জিনীয়ার,উকিল সবই অলীক হয়ে উঠবে
ধূসর মরীচিকা বোধ জাগ্রত হবে;

তাই বলি,সমাজের মেরুদন্ডই শিক্ষক
মেরুদন্ড ছাড়া কিন্তু শরীর গুড়িয়ে পড়ে যাবেই

আবারও ভক্তিভরে বলি
তুমি শিক্ষক
আমার শিক্ষক
সকলের শিক্ষক
ভালোবাসার শিক্ষক!

তবে শুধুই মনুষ্যরূপী শিক্ষক নয়
আরও কিছু শিক্ষক
প্রতিনিয়ত জড়িয়ে থাকেন আমাদের সাথে;
সেই শিক্ষক রাও অতি উদার

শিক্ষক

তারা আছেন  প্রকৃতিরূপে
জীবনরূপে
বাস্তবরূপে
পশু-পাখি রূপে

জীবনের দীর্ঘ যাত্রাপথে
এরাও নি:শব্দে আমাদের শিক্ষা দিয়ে চলেন;
তোমাদেরও নতমস্তকে জানাই প্রনাম

আর বলি,
তোমরাও শিক্ষক
আমার শিক্ষক
সকলের শিক্ষক
মানবজাতির শিক্ষক!!

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি