Loading..

প্রকাশনা

২৫ অক্টোবর, ২০১৯ ১১:০০ অপরাহ্ণ

যৌতুক

উজ্জল কুমার দে 

 (আইসিটি শিক্ষক)

করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর।

 

যুগে যুগে সব বদলায়

শুধু আজও বদল হয়নি

এ সমাজের অন্ধকার প্রকষ্ঠে লালিত

যৌতুক নামের এ জঘন্য প্রথার।

এ প্রথা বিয়ের বাজারে

পুরুষকে করে থাকে পন্য।

কনে পক্ষের সাথে

দর কষা কষি করে

চড়া দারে নিজেকে বিক্রি করে

পুরুষ ভাবে ধন্য আমি ধন্য।

এ পুরুষের  সত্যিকারের নাই কোন হুস !

সে কথা বলা-ই বাহুল্য।

একটি কথা জেনে রাখ নির্শ্চয়;

যৌতুকের বিয়ে হলো

ঠিক যেন মধ্য যুগের দাসের বাজারের মতো।

যেখানে মানুষ বিক্রি করা হতো

পশু পাখি আর জীব জানোয়ারের মতো।

এখনও সময় আছে

বিবেক বুদ্ধি ভাই,

তোমারও আছে

একটু ভেবে দেখ;

পশুর মত বিক্রি হবে

না-কি? সৃষ্টির সেরা জীব

 মানুষ হয়ে বাঁচার মতো বাঁচবে।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি