Loading..

ম্যাগাজিন

২৬ অক্টোবর, ২০১৯ ০১:১৬ অপরাহ্ণ

ট্রয় ব্রিকস

ট্রয় ব্রিকস প্রোগ্রাম-ব্রিটিশ কাউন্সিল ও মিনিস্ট্রি অফ কালচারাল এফেয়ার্স  এর যৌথ উদ্যোগে আজ সুনামগঞ্জ  জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় ট্রয় ব্রিকস প্রোগ্রাম।
৬৪ জেলার সরকারি গ্রন্থাগার থেকে শুরু হলেও এই প্রোগ্রাম পরবর্তীতে সকল শিশু একাডেমিতে শুরু হবে।
এই প্রোগ্রামে অংশগ্রহনের ফলে শিশুদের
* সৃজনশীলতা
* সহযোগিতামূলক
*যোগাযোগ দক্ষতা
* মূল্যায়ণধর্মী চিন্তা ভাবনা
ইত্যাদির বিকাশ হবে।
জেলা শিশু একাডেমির বাদল চন্দ্র বর্মন,অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,জেলা গ্রন্থাগারিক প্রমুখের  উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে  শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিকে আবুল আজাদ বলেন, " স্বপ্ন সেটা নয় যা কিছু তুমি ঘুমিয়ে দেখ, যা তুমি জেগে দেখ তাই স্বপ্ন"
প্রত্যেক শিশুর ভেতরে লুকিয়ে আছে বিরাট সম্ভাবনা- সম্পদ।
শিশুদের নিরাপত্তা ও যৌন- নির্যাতন সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকতে হবে।নিকটাত্মীয় দ্বারা অধিক নির্যাতিত হয়, সব খবর পত্রিকায় আসেনা।
আজকের শিশুদের মানসিক বিকাশ জরুরী,সহযোগিতামূলক ও মূল্যায়ণ ধর্মী চিন্তা-ভাবনার বিকাশ জরুরী।

আগামীর বাংলাদেশের দায়িত্ব নিতে সক্ষম হতে হলে শিশুদের সঠিক বিকাশ সাধন প্রয়োজন।
শিশুদের আজ খেলার মাঠ নেই,সাঁতার কাটার পুকুর নেই,নেই পর্যাপ্ত বিকাশের সুব্যবস্থা।
এমতাবস্থায় তাদের বিকাশের জন্য যা কিছু আয়োজন,সবকিছুতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দরকার।নিজেকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে,নেতিবাচক সবকিছু পরিহার করে ইতিবাচক বিষয়গুলো ধারন করতে হবে।
ট্রয় ব্রিকস এর মাধ্যমে শিশুদের মধ্য আত্মবিশ্বাস জেগে উঠবে,সহযোগিতার মনোভাব নিয়ে গড়ে উঠবে।
শিশুদের বিকাশে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে তবেই পাব আমরা আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি