Loading..

ম্যাগাজিন

২৬ অক্টোবর, ২০১৯ ০১:৩৭ অপরাহ্ণ

ICT SUPPORT CENTRE

'ICT সাপোর্ট সেন্টার' নামে ইনোভেশন যাত্রা শুরু হয় জনাব সৈয়দ আহমদ শাহলান স্যারের মাধ্যমে। এই আইডিয়া তিনি জমা দেন খুব সম্ভবত ২০১৭ সালে প্রাথমিক শিক্ষার ওয়েবপেইজে। এরপর থেকে তিনি একা একাই বিভিন্নভাবে সকল আইসিটি প্রোগ্রামে অংশগ্রহণসহ তিনি একাধারে ইংরেজির মাস্টার ট্রেইনার, আইসিটিতে ট্রেইনার হিসেবে কাজ করছেন। 

বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলায় আমরা সাপ্তাহের প্রতি বৃহস্পতিবার  যে কর্মশালার আয়োজন করি তা আমাদের এই স্যারের হাত ধরেই। তিনি আমাদের সার্বিক সহযোগিতা করে থাকেন। আমাদের সাথে আরও আছেন সুনামগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব এনামুর রহিম বাবর স্যার।

আমি মনেকরি, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ডিজিটাল শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিটি উপজেলায় ইউআরসিতে যদি ICT SUPPORT CENTRE স্থাপন করা হোক।  এর সাথে যুক্ত থেকে কাজ করলে শতভাগ ডিজিটাল শিক্ষা নিশ্চিত হবে। 

রোকসানা ইয়াসমিন

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি