Loading..

খবর-দার

২৬ অক্টোবর, ২০১৯ ০১:৪৮ অপরাহ্ণ

শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করতে "শেখ রাসেল ডিজিটাল ল্যব" এক নতুন দ্বার উন্মোচন করেছে।

মাননীয় প্রধান মন্ত্রী আমাদের সোনার বাংলা বিশ্বের দরবারে সোনার বাংলা হিসেবে পরিচিত করতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে ডিজিটাল ল্যাব। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা সদরে অবস্থিত আমাদের শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পেয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। এ ল্যাব ব্যবহার করে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র/ছাত্রী এখন কম্পিউটারে বেশ দক্ষ হয়ে উঠেছে। তারা এখন বাংলা টাইপ করতে পারে। ইন্টারনেট ব্যবহার করে বিদেশী স্কুলের সাথে স্কাইপি ক্লাস করতে পারে। কাহুট এর মত নানান সাইটে গিয়ে অনলাইনে ক্লাস করতে পারে। যা আগে কল্পনা ছিল। বর্তমান সরকার সেটা বাস্তবায়ন করে স্বপ্নের দেশটাকে বাস্তবতায় পরিপূর্ণ করে দিচ্ছে।

ধন্যবাদ বর্তমান সরকারের শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী মহোদয়। আমরা শাপলকলি পরিবার আপনার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করি।