Loading..

প্রেজেন্টেশন

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার,আই.সি.টি-অষ্টম,অধ্যায়-৫,পাঠ-৪৪,অনিমেষ মন্ডল,সহকারী শিক্ষক(আই.সি.টি),দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়,অভয়নগর, যশোর।

শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয় ,এডমিন মহোদয় ,সেরা কন্টেন্ট নির্মাতা  এবং বাতায়নের সাথে যুক্ত শিক্ষকমন্ডলী আমার এ সপ্তাহের আপলোডকৃত কন্টেন্ট দেখার এবং রেটিং সহ মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

এই পাঠ শেষে শিক্ষার্থীরা---

১। জিপিএস কী তা বলতে পারবে।

২। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে।

৩। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে।