Loading..

ডকুমেন্ট

২৯ অক্টোবর, ২০১৯ ১১:৫৫ পূর্বাহ্ণ

শান্ত চাকমা নামের শিক্ষার্থী কেন প্রমিত উচ্চারনে বাংলা পড়তে পারেনা

কেস স্টাডি অন্যান্য গবেষনার মতই ধারাবাহিক অনুসন্ধান প্রক্রিয়া । শিক্ষকতা জীবনে একজন শিক্ষক বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সামাধান  একজন শিক্ষক কেস স্টাডি করে সমস্যার সামাধান করতে পারেন।একজন ডিপীএড শিক্ষার্থী শিক্ষক হিসেবে আমি খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনিতে পাঠ দানের সময় আমি দেখলাম যে,শান্ত চাকমা নামের ১ জন  শিক্ষার্থী প্রমিত উচ্চারনে বাংলা পড়তে  পারেনা। সুতরাং পড়ার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আমার কেস স্টাডির  বিষয় হিসেবে যে,”শান্ত চাকমা নামের শিক্ষার্থী কেন প্রমিত উচ্চারনে বাংলা পড়তে  পারেনা”  শিরোনামটি গ্রহন করলাম।কেস স্টাডিটি করার জন্য প্রথমেই আমি ধারাবাহিক অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থী, শিক্ষার্থীর পিতা ও খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনির শ্রেনি শিক্ষক জনাব টিন্টু ত্রিপুরার স্বাক্ষাতকার গ্রহন করি । পরে কেস স্টাডির পরিকল্পনা,তথ্য সংগ্রহ ও বিশ্লেষন এবং পরামর্শ প্রদান করি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি