Loading..

ডকুমেন্ট

২৯ অক্টোবর, ২০১৯ ০৯:৪২ অপরাহ্ণ

বিজয় ফুল

 


গতকাল ২৮/১০/২০১৯ তারিখে শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় ফুল প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীরা উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে পালন করে।

প্রতিযোগিতা ছিল বিজয় ফুল তৈরির,শুরুতে শিক্ষার্থীদের সাথে বিজয় ফুলের চেতনা নিয়ে আলোচনা হয়।

  বিজয় ফুল একটি চেতনা।

৬ সেমি দৈর্ঘ বিশিষ্ট "সাতটি পাঁপড়ি" যা-- ★ ৫২'র ভাষা আন্দোলন,

★ ৫৪'র যুক্ত-ফ্রণ্ট নির্বাচন, ★ ৫৮'র সামরিক শাসন বিরোধী আন্দোলন, ★ ৬২'র শিক্ষা নীতি বিরোধী আন্দোলন, ★ ৬৬'র ছয় দফা,

★ ৬৯'র গণ-অভ্যুত্থান এবং

★ ৭১'র মহান মুক্তিযুদ্ধের স্মরণে। ★ আর ফুলের মূল অংশ-হলুদাভ আমাদের প্রিয় বঙ্গবন্ধু।

এরপর পর্যায়ক্রমে প্রতিযোগিতার বিষয়গুলি অনুষ্ঠিত হয়।

সবশেষে শুরু হয় বিজয় ফুল তৈরি।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অঅংশগ্রহন সত্যিই আশাব্যঞ্জ, পারবে ওরাই হয়তো পারবে বিজয় ফুলের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে।

এ ধরণের একটি প্রতিযোগিতা প্রতিটি প্রতিষ্ঠানে   আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি