Loading..

নেতৃত্বের গল্প

২৯ অক্টোবর, ২০১৯ ০৯:৪৩ অপরাহ্ণ

বিজয় ফুল

বিজয় ফুল তৈরী ,গল্প ও কবিতা,রচনা,কবিতা আবৃত্তি,চিত্রাংকন,একক অভিনয়,দলগত দেশাত্নবোধক ও জাতীয় সংগীত প্রতিবেদন

তাহের মাধ্যমিক বিদ্যালয়

ভেড়ামারা,কুষ্টিয়া।

প্রধান অতিথী: মো: শরিফুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার,

                                         ভেড়ামারা, কুষ্টিয়া

বিশেষ অতিথী: মো: রোকনুজ্জামান মহন, সহকারী প্রধান শিক্ষক,

               চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়

সভাপতি: মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, তাহের মাধ্যমিক বিদ্যালয়


তারিখ: ২৮/১০/২০১৯ , সকাল ১১টা


জাতীয় ফুল শাপলা হবেবিজয় ফুল’, ফুলে থাকবে ৬টি পাঁপড়ি, একটি কলি বিজয় ফুলের মাধ্যমে স্মরণ করা হবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানী এবং সাধারণ মানুষকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটি কোটি শিক্ষার্থী এই ফুল তৈরি করবে সেই ফুল শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হবে শিশুদের তৈরি বিজয় ফুলের কিছু শুভেচ্ছা মূল্যে বিক্রি হবে বিক্রয়লব্ধ অর্থ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বা প্রতিবন্ধীদের সহায়তায় ব্যয় করা হবে জাতীয় ফুল হিসেবে শাপলাকেবিজয় ফুলহিসেবে বিবেচনা করা হবে ছয়টি পাঁপড়ি কলি নিয়ে হবে বিজয় ফুল ফুলের পাঁপড়ি ছয়টি বঙ্গবন্ধুর ছয় দফাকে স্মরণ করাবে আর মাঝখানের কলিটি হবে মার্চের প্রতীক- উন্নত মম শির

ছয় দফা বাংলাদেশের স্বাধীনতার মূল বীজ বপন করেছিল কারণে বিজয় ফুলে ছয়টি পাঁপড়ি বেছে নেয়া হয়েছে ফুলে কলিটি হবে বঙ্গবন্ধুর মার্চ মনে হবে, বঙ্গবন্ধু ফুলের কলি হয়ে ফুটে আছেন