Loading..

ম্যাগাজিন

৩০ অক্টোবর, ২০১৯ ১০:০১ পূর্বাহ্ণ

শিক্ষক

"গুরু শিষ্যকে যদি একটি মাত্র অক্ষরও শিক্ষা দান করেন,তাহলে পৃথিবীতে এমন কোন দ্রব্য নাই, যা দিয়ে সেই ঋণ শোধ করতে পারে"।

***

**A teacher is a person who helps others to acquire knowledge, competences or values. Informally the role of teacher may be taken on by anyone.

***শিক্ষক (ইংরেজি: Teacher) বলা হয়।প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতার কাজে যারা আছেন তাদেরকে প্রাথমিক শিক্ষক বলা হয়।

**-

শিক্ষক প্রসঙ্গে আমার লেখাঃ

মানুষ জন্মের পর থেকেই শিখতে থাকে।প্রথম শিক্ষক প্রকৃতি নিজেই।

আবার কোনো কোনো মনীষির মতে শিশু মায়ের পেট থাকা অবস্থায় তার শিক্ষাকাল শুরু হয়।

তারপর শিশুর শিক্ষক তার মা,এরপর পরিবেশ,স্কুল, সমাজ।

কিন্তু পদ্ধতিগত শিক্ষা যিনি দেন তিনি শিক্ষক।প্রাচীনকালে শিক্ষক গুরু নামে অভিহিত হতেন।

শিক্ষকের অনেক অনেক দায়িত্ব আছে।বর্তমান প্রেক্ষিত বিচার করলে আমরা সহজেই বুঝি "শিক্ষক"এই পদবীটি বিভিন্ন ভাগে ও বৈষম্যে বিভাজিত।প্রকট এ বৈষম্য।

শিক্ষকের প্রতি অভিভাবক ও শিক্ষার্থীর আস্থা থাকতে হবে,সমাজের আস্থা থাকতে হবে।শিক্ষক নিজ গুনে সেই আস্থা অর্জন করবেন,আস্থাভাজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।

সমাজ ও রাষ্ট্র শিক্ষককে সেই ভাবে মূল্যায়ন করবেন,মর্যাদায় অধিষ্ঠিত করবেন।

কোন প্রশ্ন নেই যে একজন প্রকৃত শিক্ষকের স্থান সবার উপরে।

তবে প্রকৃত শিক্ষক হওয়া খুব কঠিন।

*****

ক্লাসরুম ম্যানেজমেন্টঃক্লাসরুম হচ্ছে একটি শিশুর জন্য তার দুনিয়া।৬/৭ ঘন্টা শিশুরা একটি ক্লাসরুমে কাটায় গড়ে।

অনেক শিশু থাকে আগ্রহী,অনেক শিশু থাকে নিজেকে প্রকাশ করতে চায়,অনেক শিশু দ্রুত উত্তর দেয়,কিছু শিশু প্রশ্ন করতে ভালবাসে আর কিছু শিশু কোন রেসপন্স করেনা।

একজন শিক্ষক হচ্ছেন শিশুর ভেতর স্বপ্ন জাগ্রত করার, অচেতন থেকে চেতনা জাগিয়ে তোলার সেই ব্যক্তি যেমন মা একজন শিশুকে ঘুম থেকে জাগিয়ে তোলেন।

একজন শিক্ষক হচ্ছেন একটি আদর্শ।

শিশুদের সবচেয়ে প্রিয় কাছের মানুষ বাবা মা এর পর তার শিক্ষক।শিশুরা তাদের শিক্ষককে অনুসরণ করতে ভালবাসে।শিক্ষক হচ্ছেন শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।

একটি ক্লাসরুমকে শিশুবান্ধব করতে হবে,এবং সেটা শিক্ষকই করবেন।ক্লাসরুমে প্রচুর শিক্ষামূলক ও আনন্দদায়ক ছবি ও বই থাকবে।মেঝেতে চমৎকার আলপনা আঁকা যেতে পারে।লাইব্রেরী করার জন্য প্রতি শিশুকে বলা যেতে পারে একটি করে বই উপহার হিসেবে আনার জন্য।এভাবে ক্লাসরুমে লাইব্রেরী করা যেতে পারে।বসার ব্যবস্থাপনা মাঝে মাঝে পরিবর্তন করা যেতে পারে।এতে সৃষ্টিশীল ও আকর্ষণীয় কিছু করা হবে।

তিনটি H এর ব্যবহার করতে হবে।

Head

Heart

Hand.

মস্তিষ্ক, হৃদয় আর হাত।ইন্টেলেকচ্যুয়াল,ইমোশন এবং কর্মদক্ষতা এই তিনটির সমন্বয় সাধন একজন শিক্ষককে অবশ্যই জানতে হবে।

শিশুদের প্রশ্ন করা শিখাতে হবে অর্থাৎ তার জানার ইচ্ছেটাকে জাগিয়ে দিতে হবে একজন শিক্ষককে।

---১০/১০/২০১৮

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি