Loading..

ম্যাগাজিন

৩০ অক্টোবর, ২০১৯ ০১:৪১ অপরাহ্ণ

দিকচেনা

দিক-চেনার সহজ উপায় হিসেবে কচি শিক্ষার্থীদের জন্য কাঠ দিয়ে তৈরি করা উপকরণ,প্রাক প্রাথমিক ও অন্যান্য শ্রেণির জন্য।

উত্তর, দক্ষিণ,পূর্ব পশ্চিম এবং দুইটি দণ্ডের মাঝখানে যে কোণগুলো  তাও দিক নির্দেশ করে।সেগুলো হল ঈশান,নৈঋত,বায়ু,অগ্নি।উপরের দিক ঊর্দ্ধ, অধঃ।

চারটি কোণ মিলে ৩৬০° যা একটি বৃত্ত।

প্রত্যকটি কোণ = ৯০°।দুইটি সমকোণ মিলে হয় ১৮০° বা সরল কোণ।

এই উপকরণটি একের ভেতর অনেক,যা শিক্ষার্থীদের জানার পরিধিকে বাড়াতে সাহায্য করবে।

-৩০/১০/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি