জাতির জনক


*
কোন কলমে লিখব বল
আমি তোমার নাম,
কোন কাগজে লিখব গাঁথা
দিতে তোমার দাম?
সারা জীবন বিলিয়ে দিলে
তুমি যাদের তরে,
রক্তে তোমার করল স্নান
ওরা কেমন করে?
ইতিহাসের স্বর্ণ পাতায় তুমি
থাকবে অক্ষয় গৌরবে,
ছড়িয়ে যাবে বজ্রকণ্ঠ ঐ
চিরদিন দৃপ্ত সৌরভে।
এই সবুজের হৃদয় পটে
থাকবে আঁকা চিরকাল,
ঘৃণ্য ওরা,ত্যাজ্য ওরা
যারা দিল বিষন্ন সকাল।
সেই সকালে জেগে শুনি
মুজিব আমার নাই,
অশ্রুবিহীন জমাট ক্রোধে
কাঁদে জগৎ তাই।
কাঁদে ফুল,কাঁদে পাখি
কাঁদে জোছনা রাতে,
কাঁদে আকাশ, কাঁদে বাতাস
ঘাসের শিশির প্রাতে।
এই মাটিমার প্রতি ধূলা
বিমর্ষে বধির মূক,
কোন কালিমা লেপে সবার
রুদ্ধ ছিল মুখ?
এই সবুজ আর আকাশনীলে
তোমার ছবি হাসে,
বিলিয়ে দিলে রক্ত বিন্দু
আগষ্টের সেই মাসে।
মরণ তোমায় করবেনা লীন
থাকবে সবার মাঝে,
বাংলাদেশের সব ইতিহাস
তোমার ঋণেই সাজে।
-- ১৫/৮/১৮