Loading..

খবর-দার

৩১ অক্টোবর, ২০১৯ ১১:০৩ অপরাহ্ণ

শিক্ষা সংক্রান্ত কিছু নীতি বাক্যঃ


০১.শিক্ষার আলো,ঘরে ঘরে জ্বালো।
০২.নিরক্ষর থাকব না, দেশের বোঝা হব না।
০৩.পড়ার সময় পড়ব, খেলার সময় খেলব।
০৪.বাংলাদেশ বাংলাদেশ,চিরজীবি হোক চিরজীবি হোক।
০৫.এসো বোন এসো ভাই, চলো সবাই স্কুলে যাই।
০৬.হিন্দু মুসলিম ভাই ভাই,সুস্থ সুন্দর মন চাই।
০৭.যেখানে সেখানে ময়লা ফেলব না, পরিবেশ নষ্ট করব না করব না।
০৮. সুস্থ যদি থাকতে চান, পুষ্টিকর খাবার খান।
০৯.শতভাগ ভর্তির হার, জাতির জন্য অহংকার।
১০.নিয়মিত নখ কাটো,রোগ জীবানু দূরে রাখ।
১১.করব মোরা মাদক বর্জন, গড়ব মোরা সুখের জীবন।
১২.লেখাপড়া শিখব, নতুন জীবন গড়ব।
১৩.শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার।
১৪.লেখাপড়া শিখে মোরা, উঠব হয়ে দেশের সেরা।
১৫.লেখাপড়া শিখব, সোনার বাংলা গড়ব।
১৬.বিদ্যালয় অামার ঘর, রাখব সদা পরিষ্কার।
১৭.লাল ফুল নীল ফুল, শিশু হলো বিদ্যালয়ের ফুল।
১৮.বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পরিষ্কার রাখব পরিষ্কার রাখব।
১৯.ছেলে মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই।
২০.ধনী গরিব বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই।
২১.শিক্ষা আমার অধিকার, শিক্ষা অামার অহংকার।
২২.শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল।
২৩.বিদ্যালয়ে অাসবে যারা, সুখি জীবন গড়বে তারা।
২৪.সৎপথে চলব, সুন্দর জীবন গড়ব।
২৫.সদা সত্য কথা বলব, মোরা সুখি জীবন গড়ব।
২৬.যার নেই শিক্ষা, তার নেই রক্ষা।
২৭.কৃষক বলে শ্রমিক ভাই, শিক্ষা ছাড়া উপায় নাই।
২৮.লেখাপড়া শিখব, দেশটাকে গড়ব।
২৯.ধুমপানে বিষপান, করব না করব না।
৩০.যদি চাও দেশের উন্নতি, শিক্ষা ছাড়া নাইরে গতি।
৩১.দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।
৩২.শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই।
৩৩.একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা।
৩৪.লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই।
৩৫.অামরা শিশু জাতির মূল, বিদ্যালয়ে ফোটাই ফুল।
৩৬.শিক্ষিত কন্যা, শতগুণে ধন্যা।
৩৭.নারী পুরুষ সবাই সমান, শিক্ষা দিয়ে করব প্রমাণ।
৩৮.শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি।
৩৯.নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন।
৪০.কনুই তুলে মারব হাঁচি, অন্যকে বাঁচাই নিজে বাঁচি।
৪১.শিশুর বয়স হলে ছয়, ভর্তি কর বিদ্যালয়।
৪২.শতভাগ ভর্তির হার, বাংলাদেশের অহংকার।
৪৩.নখ কাটি চুল ছাঁটি, থাকব মোরা পরিপাটি।
৪৪.বিদ্যালয়ের আঙিনা, পরিষ্কার রাখব পরিষ্কার রাখব।
৪৫.ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করতে শিখব।
৪৬.কোন কাজে অধৈর্য হবোনা।
৪৭.পরনিন্দা করবোনা।
৪৮.অনুমতি ছাড়া অপরের জিনিস ধরবো না।
৪৯.কারণে অকারণে হঠাৎ রেগে যাবনা।
৫০.পিতা-মাতার কথা শুনবো ও তাদের সেবাযত্ন করবো।
৫১.কাউকে কথা দিলে, রক্ষা করবো।
৫২.গুজবে কান দেব না।
৫৩.দুর্নীতি করবো না।
৫৪.মাদক কে না বলি।
৫৫.সর্বদা সত্য কথা বলবো।