Loading..

ম্যাগাজিন

০১ নভেম্বর, ২০১৯ ০৯:১৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীর তথ্য

স্কুলে একটি শিশুর রিপোর্ট কার্ড তৈরী হবে পর্যবেক্ষণ,নজর তালিকা( চেকলিস্ট),গুণগতমান ও সূচক( স্কেল) এর ভিত্তিতে।

কিভাবে? মিথস্ক্রিয়া,কথোপকথন,ছবি আঁকা,গান,সূচীকর্ম,হাতের লেখা ওয়ার্কশীট ইত্যাদি।আদর্শ মূল্যায়ণ একত্রিত করলে অকল্পনীয় পরিবর্তন এনে দিতে পারে।

তথ্য গুলো গবেষক,পেশাজীবি,

শিক্ষক,পিতামতাজম, সঙ্গী,এবং স্বীয় প্রদত্ত হবে।

বিশ্বাস যোগ্য,বৈধ মূল্যায়ণ টুলস ও অভীক্ষা ব্যবহার অবশ্যই করতে হবে।

উপযুক্ত,প্রশিক্ষিত একেরপর এক তথ্য পদ্ধতিগত ভাবে নির্দিষ্ট মেয়াদে হাজিরায় বিন্যাসিত থাকপ

বে।

গুনগত ও পরিমানগত তথ্য কাঙ্ক্ষিত।

পরিমাপক বিভিন্ন পদ্ধতি ব্যক্তিগত,স্বাস

্থ্যগত,প্রেরণাগত,ভাষাগত,জ্ঞানী

য়,মানসিক এবং পরিবেশ সবকিছুই পরিমাপের বিবেচ্য,

শিশু মূল্যায়নের পথ ও ধাপ।

উন্নতির জ্ঞানীয় ভবিষ্যৎ জানা জরুরী এবং তা সুনিশ্চিত করতে হবে।

ফাইনাল রিপোর্ট দেয়ার আগে সতর্ক থাকতে হবে কারণ এর উপরই শিশুর ভবিষ্যৎ নির্ভর করছে।

শিক্ষকের মানসিক সমস্যাও শিশুদের উপর কোন না কোনভাবে প্রভাব ফেলে।

যদি শিশুর কোন সাময়িক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয় তবে সে যাতে বার্ষিকে ভাল ফলাফল করে সেজন্য তাকে সাহায্য করতে হবে,ঘাটতি পূরণে সহায়তা করতে হবে।

প্রত্যেক শিশুর ভর্তির সময় একটি করে ফোল্ডার খুলতে হবে এবং তার যাবতীয় তথ্য এতে থাকবে।

শিশুরা যা চায় তার উপর গুরুত্ব দিতে হবে।

সবশেষে কেউ ইচ্ছে করলেই শিক্ষক হতে পারেনা।

শিক্ষক নিয়োগে অবশ্যই কিছু মান যাচাই করে তারপর নিয়োগ দিতে হবে।

আর শুধু দেখা বা শোনা নয় হাতে কলমে শেখাটা হতে হবে।টিভিতে রান্না দেখে ভাল রান্না শেখা কম্পলিট হয়না।ভাল রাধতে হলে অবশ্যই রান্নাঘরে যেতে হবে।

শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময়ই শিশু প্রতি একটি করে ফাইল খোলা হয় ও তা চলমান এবং আপডেট হতে থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি