Loading..

নেতৃত্বের গল্প

০২ নভেম্বর, ২০১৯ ০৭:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহে "টক - শো" এর আয়োজন করলো কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ।

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহে "টক - শো" এর আয়োজন করলো কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির একটি দলকে " টক শো" এর একটি কাজ দিলে শিক্ষার্থীরা তাদের নিজেদের মত করে এই আয়োজনটি সম্পন্ন করে। 

এই "টক- শো" টি আপনাদের বিবেচনায় কতটুকু সার্থক হল বা হবে জানিনা, তবে আমি মনে করি শিক্ষার্থীদের গভীর চিন্তার জগতে প্রবেশের দ্বার খুলে যায়, তাদের  Critical Thinking দক্ষতা শক্তিশালী হয়, যুক্তিবাদীর যোগ্যতা অর্জন করে। ইংরেজি ভীতি দূরীকরণ হয়। 

তাই আমি মনে করি  স্কুলের শিক্ষার্থীদের ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এই ধরনের কাজের প্রয়োজন আছে।