Loading..

উদ্ভাবনের গল্প

০৩ নভেম্বর, ২০১৯ ০২:৪৮ অপরাহ্ণ

আমার উদ্ভাবনী গল্প ( নৈতিক জ্ঞান চর্চা)

প্রাথমিক শিক্ষা হলো শিশুর জীবনের মূল ভিত্তি। শিশু মনে যে বিষয়গুলো স্থায়ীভাবে রেখাপাত করবে সেগুলো পরবর্তী জীবনে প্রস্ফুটিত হবে। তাই শিশুর শিক্ষা জীবনের শুরুতেই যদি তাদের মনে নৈতিকতা ও মূল্যবোধের বীজ বপন করা যায় পরবর্তী জীবনে এই শিক্ষা তাদেরকে সুনাগরিক ও ভাল মানুষ হতে সহায়তা করবে। আমাদের দেশে পারিপার্শ্বিক ঘটনা থেকে দেখতে পাই যে আমাদের সন্তানেরা শিক্ষিত হচ্ছে কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের অভাবে ভালমানুষ হতে পারছে না। এই চিন্তা থেকে আমি আমার শিক্ষার্থীদের মাঝে  মূল্যবোধের জন্ম দিতে শুরু করেছি নৈতিকজ্ঞান চর্চা। প্রথমে আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে একটি নৈতিক জ্ঞান বক্স তৈরি করি এবং শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের নৈতিক জ্ঞান সম্পর্কে ধারনা দেই। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায় এবং তারা এখন প্রতিদিন নতুন নতুন নীতিবাক্য অনুশীলন করে এবং তারা দৈনিক সমাবেশে একটি করে নীতিবাক্য সব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে। শিক্ষক বাতায়নের প্রিয় সদস্য, সম্মানিত রেটার, সেরা কনটেন্ট নির্মাতা সবার প্রতি বিনীত অনুরোধ আমার উদ্ভাবনী গল্পের ভিডিও টি দেখে আপনাদের সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং দিবেন বলে আশা রাখি।