Loading..

উদ্ভাবনের গল্প

০৪ নভেম্বর, ২০১৯ ০১:৩৮ অপরাহ্ণ

স্বল্পমূল্যের উপকরণ তৈরি ।

অনেক সময় আমরা উপকরণ না থাকার কারণে কিংবা উপকরণের অনেক দাম এ কারণে শ্রেণিকক্ষে উপকরণ ছাড়াই পাঠদান করি । সেক্ষেত্রে পাঠদান ফলপ্রসূ হয় না। অথচ আমরা আমাদের হাতের কাছেই ফেলে দেয়া জিনিষ দিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর উপকরন তৈরি করতে পারি । ফলে শিক্ষার্থীদের এ কাজটি শেখার পাশাপাশি উপকরণের চাহিদাও মেটে আবার পাঠদানও সফল হয় । তাই আমি শিক্ষার্থীদের স্বল্পমূল্যের উপকরণ তৈরিতে উদ্বুদ্ধ করি । তারা উৎসাহিত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে কাজটি করে ।