Loading..

উদ্ভাবনের গল্প

০৫ নভেম্বর, ২০১৯ ১০:৩৫ অপরাহ্ণ

আমার উদ্ভাবনী গল্প —২ (ইংরেজিকে নয় ভয়)

ইংরেজি বিদেশি ভাষা।  আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ভাষা শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ইংরেজি ২য় ভাষা হিসেবে স্বীকৃত। ইংরেজি ভাষার ৪ টি ব্যাসিক স্কিল রয়েছে। লিসেনিং, স্পিকিং, রিডিং, ও রাইটিং। বাস্তব প্রেক্ষাপটে আমরা শিক্ষার্থীদের তিনটি দক্ষতা অর্জন করাতে পারলেও বিদেশি ভাষা হিসেবে স্পিকিং দক্ষতা অর্জন করাতে   চ্যালেঞ্জের সন্মুখিন হই। ছোট বেলা থেকে স্পিকিং অনুশীলন না করলে শিশুদের পরবর্তী জীবনেও এই জড়তা বয়ে বেড়াতে হয় এবং শুধু স্পিকিং দক্ষতা না থাকার কারনে জীবনের অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। প্রথম শ্রেণির একজন ইংরেজি শিক্ষক হিসেবে আমি চ্যালেঞ্জ গ্রহন করেছি যে আমি বিভিন্ন উদ্ভাবনী কৌশল অবলম্বন করে আমার শিক্ষার্থীদের স্পিকিং দক্ষতা অর্জন করাবো এবং ইংরেজি ভাষা বলাতে শিশুদের যে ভয় আছে সেটা দূর করব। আমি আমার উদ্ভাবনী কৌশল প্রয়োগ করে অনেকটাই সফল হয়েছি। প্রিয় শিক্ষক বাতায়নের সদস্যগণ, সেরা কনটেন্ট নির্মাতা, শ্রদ্বেয় রেটার,  পেডাগোজি, ও এডমিন মহোদয় প্লিজ আমার উদ্ভাবনী কৌশলের গল্প দেখে আপনাদের সুচিন্তিত মতামত ও রেটিং প্রত্যাশা করছি। প্লিজ আমি যেন আগামীতে আরো উদ্ভাবনী গল্প উপহার দিয়ে বাতায়ন কে সমৃদ্ধ করতে পারি সে জন্য আপনাদের অনুপ্রেরণা আমার একান্ত কাম্য।