Loading..

প্রকাশনা

০৮ নভেম্বর, ২০১৯ ০৫:৫৮ অপরাহ্ণ

শিক্ষক হিসেবে মনে রাখা জরুরী-

শিক্ষক হিসেবে মনে রাখা জরুরী-

১। বিদ্যালয়ের EIIN নম্বর।
২। বিদ্যালয় কোড, MPO কোড
৩। বিদ্যালয়ের স্বীকৃতির তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ।
৪। এম পি , জাতীয় করণে, NTRCA তে, মাদ্রাসার বিভিন্ন কাজে তে কি কি কাগজ লাগে।
৫। বিদ্যালয় ইমেইল আইডির ঠিকানা পাসওয়ার্ড।
৬। IMS,BANBEIS,NTRCA, মাদ্রাসার ইউজার আইডি পাসওয়ার্ড।
৭। MMC APPS ওয়েব সাইডের ঠিকানা পাসওয়ার্ড
৮। শিক্ষা মন্ত্রণালয়, এর বিভাগ, এর অধিদপ্তর,এর বোর্ড,ব্যানবেইজ,সেসিপ, NTRCA, NCTB অন্যান্য সংশ্লিষ্ট ওয়েব সাইডের ঠিকানা
৯। সংশ্লিষ্ট DEO,UNO, USEO অফিসের মেইল এড্রেস।
১০। প্রতিদিন ঘণ্টায় ঘণ্টায় মেইল চেক করা।
১১। ট্রেনিং এর নাম, তারিখ, কারা করাচ্ছে, উদ্দেশ্য, কত দিন মনে রাখা।
১২। বিভিন্ন জাতীয় দিবস মনে রাখা, সে দিনের তাৎপর্য অনুযায়ী তা পালন করা।
১৩। বছরের শুরুতেই বার্ষিক কর্ম পরিকল্পনা করা, প্রতি মাসেই মাসিক কর্ম পরিকল্পনা থাকা।
১৪। প্রতিদিন অ্যাসেম্বলিতে টি নীতি বাক্য পাঠ করা।
১৫। পাঠ পরিকল্পনা করা, শিক্ষকের ডায়েরিতে লিখা।
১৬। ISAS ফরমে প্রতি বৎসর সঠিক ক্যাটাগরি নির্ণয় করা।
১৭। বিভিন্ন গুরুত্বপূর্ণ সভার, বিগত সভার তারিখ এজেন্ডাগুলো মনে রাখা।
১৮। SMC,MMC ১ম সভা, মেয়াদ শেষের তারিখ।
আদর্শ শিক্ষক- TEACHING PRACTICE

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি