Loading..

উদ্ভাবনের গল্প

০৯ নভেম্বর, ২০১৯ ০২:৫৫ অপরাহ্ণ

উদ্ভাবনীগল্প ( শ্রেণি ব্যাবস্থাপনা)

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে সব থেকে বড় সমস্যা হলো শ্রেণি পরিবেশ বজায় রাখা। পাঠদান চলাকালীন সময়ে শিশুদের কথা বলা, খোচাখুচি করা, মারামারি করা নিয়ে শিক্ষকদের শুনতে হয় নানাবিধ অভিযোগ। এতে শ্রেণি পাঠদান যেমন বাহত হয় তেমনি সকল শিক্ষার্থীদের পাঠে মনোযোগ নষ্ট হয়ে যায়, আমার শ্রেনিতে যেন শতভাগ শ্রেণি পাঠদান উপযুক্ত পরিবেশ বজায় রাখতে পারি এবং পাঠে শিশুর যেন কিছুতেই মনোযোগ নষ্ট না হয় সেই জন্য আমি শ্রেণি কক্ষে প্রয়োগ করেছি কিছু নতুন কৌশল। শ্রেণিতে আমি তিনটা বক্স, কমপ্লেইন বক্স, প্রেইস বক্স ও ওয়ার্ক প্রবলেম বক্স তৈরি করে স্থাপন করেছি যাতে শিশুরা যথাক্রমে তাদের অভিযোগগুলো, একে অন্যর প্রশংসা ও শ্রেণিতে পড়া বুঝতে না পারলে তাদের সমস্যাগুলো লিখে ফেলতে পারে। আমি তাদের সমস্যা গুলো নিয়মিত চেক করে সমাধান দেই। এতে আমার শ্রেণিতে এখন পাঠদান উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পেরেছি। শিক্ষক বাতায়নের প্রিয় সদস্যবৃন্দ, সেরা কনটেন্ট নির্মাতা, সম্মানিত রেটার, এডমিন ও প্যাডাগোজিবৃন্দ আমার উদ্ভাবনী গল্প দেখে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।