Loading..

উদ্ভাবনের গল্প

০৯ নভেম্বর, ২০১৯ ১০:৪৪ অপরাহ্ণ

সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যালয়, ঘুনী মাধ্যমিক স্কুল, সদর, যশোর।

'সবুজ ও পরিচ্ছন্ন স্কুল' 'উদ্ভাবনী বাংলাদেশ ২০৪১' একটি সামাজিক উদ্যোগ। এটি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণে তারুণ্যের শক্তিকে বিকশিত করবে। মাউশির এই নোটিশকে সামনে রেখে আমি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করি। প্রধান শিক্ষকের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রথমে একটি ফুলের বাগান করি। শিক্ষার্থীদের এবং আমার অক্লান্ত পরিশ্রমে তৈরি হলো একটি ফুলের বাগান। তারা ছাদেও ফুলগাছ লাগালো। এছাড়াও ফলদ ও বনজ বৃক্ষ লাগিয়ে সবুজ বেস্টনী গড়ে তোলে। 

 সবুজের পাশাপাশি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তারা করে থাকে। তারা এখন আমাকে ডেকে নেয় কি কাজ করতে হবে, পরিশকার করেছি ছবি তুলুন ইত্যাদি।

     তারা শুধু বিদ্যালয়ে নয় বাড়িতেও ফুলের বাগান, তরিতরকারির চাষ ও ফলদ বৃক্ষ লাগিয়েছে। আমার বিশ্বাস এভাবে তারা কাজ করে গেলে একদিন তারাই হবে দক্ষ নাগরিক, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই এগিয়ে আসবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুল্বে তারাই।