Loading..

প্রকাশনা

১০ নভেম্বর, ২০১৯ ০৪:৩০ অপরাহ্ণ

বিদ্যালয় ব্যবস্থাপনায় রুটিন

মাধ্যমিক স্তরে জনবল ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির হলেও শ্রেণি কাঠামো নির্ধারিত না থাকায় একেক স্কুলে একেক শ্রেণি থেকে এন্ট্রি। তাই সেসব স্কুলে শিক্ষকদের ক্লাস লোড বেশি। এরপরও যদি রুটিন সুষম না হয় সেখানে পাঠদান ততটা ফলপ্রসূ নাও হতে পারে। আবার ক্লাস বণ্টন সুষম হলেও পরিকল্পিত পাঠদান না হলেও পাঠদান ব্যাহত হতে পারে। তাই রুটিনে সাধারণ ক্লাস, এমএমসি ক্লাস, ব্যবহারিক ক্লাস যদি শিক্ষকের পদ, বিষয় ও দক্ষতা অনুযায়ী নির্ধারিত থাকে তা শিক্ষার্থীদের সহায়ক হতে পারে।

এবার আমি আমাদের রুটিনটি এক্সেলে কম্পোজ করে এমএমসি ক্লাস Fill Color করে প্রেস থেকে তিন শত টাকায় দুইটি রুটিন প্রিন্ট করেছি। আগামীতে ব্যবহারিক ক্লাসও Fill Color করতে চাই। এতে মোট ক্লাস এবং শিক্ষক প্রতি ক্লাস সংখ্যা উল্লেখ আছে। ডাটাবেজের মাধ্যমে প্রত্যেক শিক্ষকের নামে বরাদ্দকৃত ক্লাসের রুটিনও দেয়া যেতে পারে। বিদ্যালয় ব্যবস্থাপনায় রুটিন ওয়ার্ক বৃদ্ধি পাক এই কামনা করি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি