Loading..

নেতৃত্বের গল্প

১০ নভেম্বর, ২০১৯ ০৬:১১ অপরাহ্ণ

ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড পেল কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।

ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড পেল কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।

ব্রিটিশ কাউন্সিল এর কানেকটিং ক্লাসরুমস এর আওতায় ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড পেল কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।

এটি অর্জনের জন্য এই প্রতিষ্ঠানকে অনেক গুলো প্রকল্প গ্রহণ করতে হয়েছিল। যেমন ঃ Clean Program, Green Program, Revival of our lost games. Gardening,  Tree Plantation, English Language Exchange Program, Festival, Rivers Program. 

উল্লেখিত প্রকল্প গুলি বাস্তবায়নে শিক্ষক - শিক্ষার্থী,অভিভাবক  ও কমিউনিটি সরাসরি সম্পৃক্ত থাকায় SDG - 4 সহ অন্যান্য লক্ষ্যমাত্রা গুলোতেও কাজ করার সুযোগ হয়। শিক্ষার্থীর শিক্ষাও টিকসই হয়। 

কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়  এই ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড ৩ বৎসরের জন্য পেল।