Loading..

ডকুমেন্ট

১০ নভেম্বর, ২০১৯ ১০:১৯ অপরাহ্ণ

মাইক্রোসফট এক্সেলে তৈরীকৃত ছাত্র/ছাত্রীদের পূর্ণাঙ্গ মার্কশীট
img
Md. Moyz uddin

সহকারী শিক্ষক

 মাইক্রোসফট এক্সেল সফটওয়ার এর মাধ্যমে ছাত্র/ছাত্রীদের বিভিন্ন পরীক্ষার মার্কশীট অনেক সহজভাবে তৈরী করলাম। লক্ষনীয় বিষয় যে, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের ছাত্র/ছাত্রীদের বহুনির্বাচনী, রচনামূলক ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হয়। হাতে তৈরীকৃত মার্কশীট নির্ণয় করতে প্রতিষ্ঠানের অনেক শিক্ষক ঝামেলায় পড়তে হয়। সে বিষয়টি সামনে রেখে আমি আমার বিদ্যালয়ের এ বছর অর্থাৎ 2019 সালের এসএসটি নির্বাচনী পরীক্ষার মার্কশীট তৈরী করলাম। যাতে ছাত্র/ছাত্রীদের রোল নম্বর এন্ট্রি করলেই বিস্তারিত তার সকল বিষয়ের প্রাপ্ত নম্বর, ফেল বিষয়ে অটোভাবে কালো বৃত্ত ভরাট হয়ে আসবে এবং ফেলকৃত বিষয়ের নাম নির্দিষ্ট সেলে আসবে, গ্রেড, গ্রেড পয়েন্ট, পিতার নাম, জন্ম তারিখ ইত্যাদি বিষয় সংযুক্ত করে পূর্ণাঙ্গ একটি মার্কশীট দেখা যাবে এবং সেটি প্রিন্ট আউট করে ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরণ করলে তারা সহজে বুঝতে পারবে তার কোন বিষয় খারাপ  হয়েছে কিনা বা হয়ে থাকলে কোন কোন বিষয় খরাপ হলো তা স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি