Loading..

উদ্ভাবনের গল্প

১২ নভেম্বর, ২০১৯ ০৬:২৭ অপরাহ্ণ

আকাশমনি গাছের ফলের খোসা থেকে পরিস্কারক দ্রব্য তৈরি

কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা  উদ্ভাবন করল কিভাবে আকাশমনি গাছের ফলের খোসা থেকে পরিস্কারক দ্রব্য তৈরি হয়। রিঠা ফলের মধ্যে স্যাপোনিন নামক পদার্থ কাপড়ের ময়লা পরিস্কার করতে সহায়তা করে । ধারণা করা হচ্ছে আকাশমনি গাছের ফলের খোসায় রিঠা ফলের মত স্যাপোনিন নামক পদার্থ আছে যা  কাপড়ের ময়লা পরিস্কার করতে সহায়তা করে ।