Loading..

উদ্ভাবনের গল্প

১৪ নভেম্বর, ২০১৯ ১০:০৪ অপরাহ্ণ

পরিবেশ থেকে বাস্তব শিক্ষণ

আমরা প্রতিনিয়ত চার দেওয়া্লের মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে থাকি। কিন্তু আজ ভিন্ন আঙ্গিকে বাইরের প্রাকৃতিক পরিবেশে ক্লাস নিয়েছি। আজকের পাঠে উপকূলীয় বনায়নের মধ্যে উপকূলীয় অঞ্চলের মাটি, ঝাউগাছ এবং দেবদারু গাছের বর্ণনা ছিল। তাদেরকে প্রথমে এ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

           তারপর তাদের মাটি এবং গাছ পর্যবেক্ষণের কাজ দিলে তারা গভির মনোযোগের সাথে সম্পন্ন করলো। তারপর পর্যবেক্ষনকৃত বিষয় থেকে জোড়ায় কাজের মাধ্যমে শিক্ষণ যাচাই করা হলো। কারো জোড়ায় কাজ ছিল মাটির বৈশিষ্ট্য লিখন, কারো ছিলঝাউ গাছ এবং দেবদারু গাছের বৈশিষট্য লিখন।

         লেখা শেষে তাদের দেখা গেল খাতায় তারা অনেক সুন্দর এবং নতুন আঙ্গিকে তাদের বিষয়গুলো   লিপিবদ্ধ করেছে। এতে বোঝা গেল বাস্তবের সংস্পর্শে এসে তাদের শিখন ফল্প্রসু হয়েছে।