Loading..

খবর-দার

১৬ নভেম্বর, ২০১৯ ১১:৫৭ অপরাহ্ণ

সুনামগঞ্জ সদরে ইনহাউজ প্রশিক্ষণ---

ICT বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ ও আলোচনা সভা####


15-11-2019 ইং রোজ শুক্রবার সুনামগঞ্জ সদরে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জনাব জনাব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ICT4E জেলা এম্বাসেডর জনাব রোকশানা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসরিন খানম।


প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব


হারুন অর রশীদ, শিক্ষা(আইসিটি),অতিরিক্ত জেলা প্রসাশক, সুনামগঞ্জ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব


জিল্লুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,সুনামগঞ্জ।


নির্মল শর্মা, সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই,সুনামগঞ্জ।


জনাব সৈয়দ আহমেদ শাহলান,ইন্সট্রাক্টর,ইউ আর সি সদর,সুনামগঞ্জ।


আরো উপস্থিত ছিলেন


জনাব আব্দুস সামাদ, ICT4E এম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতা।


জনাব কামাল উদ্দিন,ব্রিটিশ কাউন্সিল এম্বাসেডর,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


জনাব জসিম উদ্দিন ICT4E এম্বাসেডর, মাষ্টার ট্রেইনার, আইসিটি।


জনাব শওকত আলী আহমেদ,ICT4E এম্বাসেডর, মাষ্টার ট্রেইনার, আইসিটি।


জনাব মিছবাহ উদ্দিন, ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


জনাব মাহফুজুল ইসলাম নমির,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


আবু সালেহ নোমান ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ড প্রাপ্ত,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এম্বাসেডর।


জনাব মহি উদ্দীন,সেরা কনটেন্ট নির্মাতা ও ICT4E জেলা এউম্বাসেডর।জনাব নিজাম উদ্দীন, ICT4E জেলা এম্বাসেডর ও ব্রিটিশ কাউন্সিল এওয়ার্ডপ্রাপ্ত।


জনাব মোহাম্মদ সাজাদ মিয়া ,ICT4E জেলা এম্বাসেডর।


জনাব জনাব শাহিন আলম,ICT4E জেলা এম্বাসেডর।


জনাব খালেদুর রহমান,ICT4E জেলা এম্বাসেডর।


লাকী বিশ্বাস ICT4E জেলা এম্বাসেডর। আরো উপস্থিত ছিলেন সদর সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলার আইসিটি প্রেমি শিক্ষক বৃন্দ।ইনহাউজ প্রশিক্ষণে উপস্থিত অতিথিবৃন্দ, ICT4E জেলা এম্বাসেডরবৃন্দ এবং আইসিটি প্রেমি শিক্ষক বৃন্দ সুনামগঞ্জ জেলাকে ডিজিটাল জগতে এগিয়ে নিতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশিক্ষণ অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেন।