Loading..

নেতৃত্বের গল্প

১৮ নভেম্বর, ২০১৯ ১০:০৪ পূর্বাহ্ণ

বিজয় ফুল

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশ মেতেছে ‘বিজয় ফুল’ উৎসবে। জাতীয় ফুল শাপলাই এই ‘বিজয় ফুল’। ফুলের ৬টি পাঁপড়ি বঙ্গবন্ধুর ছয় দফাকে স্মরণ করাবে। আর ১টি কলি স্মরণ করাবে বঙ্গবন্ধুর দেয়া ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। এমন আত্ম-উপলব্ধি থেকেই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বীর সেনানী ও সাধারণ মানুষের গল্প এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে ‘বিজয় ফুল’ উৎসব বা ‘বিজয় ফুল’ তৈরি প্রতিযোগিতা। স্কুল পর্যায় থেকে শুরু করে এই প্রতিযোগিতা উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে। দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থী ‘বিজয় ফুল’ তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একই সাথে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ও কবিতা রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা। #বিজয়ফুলপ্রতিযোগিতা #বিজয়ফুলউৎসব #কিশোরবাতায়ন #এইচডিমিডিয়া #এটুআই