Loading..

নেতৃত্বের গল্প

১৯ নভেম্বর, ২০১৯ ০৯:১৮ অপরাহ্ণ

'স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি'

অনেক স্বপ্ন নিয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করলেও খুবই জরাজীর্ণ, ধ্বসে পড়া এবং প্রায় শিক্ষার্থীশূন্য একটা নব সরকারি স্কুলে যোগদান পরবর্তী অভিজ্ঞতাগুলো ছিল খুবই হতাশাব্যঞ্জক ও যন্ত্রণাদায়ক। কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে আমি এখন অনেকটাই আশাবাদী। স্কুলটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি শুণ্য থেকে শুরু করেছিলাম সব। আমার এই লড়াই এখন অনেকের কাছেই অনুপ্রেরণা, উদাহরণ। আমার স্থানীয় কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে মূল্যায়ন করেন তাঁদের আন্তরিক আর নিরপেক্ষ দৃষ্টি দিয়ে। তাই ভালোবাসি এই পেশাকে, ভালোবাসি আমার অবুজ-সবুজ শিশুদেরকে।