Loading..

উদ্ভাবনের গল্প

২০ নভেম্বর, ২০১৯ ০৯:০৮ পূর্বাহ্ণ

খোলা বই

শিক্ষক বাতায়নে সবাইকে স্বাগত। 

খোলা বই অধ্যায়ন করি, গাইড পড়া বন্ধ করি-এই প্রতিপাদ্যকে সামনে রেখেসরকার কর্তৃক গাইড নিষিদ্ধ করণের নির্দেশণা বাস্তবায়নের পাশা পাশি শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় হ্রাস করনের লক্ষ্যে ২০১৮ সালের শেষের দিকে আমাদের বিদ্যালয়ে অর্থাৎ মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া জে আর বালিকা বিদ্যালয়  প্রধান শিক্ষকের নির্দেশণায় শিক্ষকদের তত্ত্বআবধানে এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহনে "খোলা বই" নামে একটি নতুন ও সৃজনশীল প্রকল্প উদ্ভাবন করা হয়। একবছরে আমাদের উদ্ভাবিত প্রকপ্লের মাধ্যমে আমাদের শিক্ষার্থী-অভিভাবক-বিদ্যালয় নিম্নক্ত সুবিধাগুলো লাভ করি-

১। সরকারের নির্দেশণা (১০০%) শতভাগ বাস্তবায়ন

২। অভিভাবকদের শিক্ষার্থীদের পেছনে গাইডবই কেনা বাবদ বছরে (১০০০*২০০) দুই লক্ষ টাকা শিক্ষা ব্যয় হ্রাস

৩। বিদ্যালয়ে শতভাগ ফলাফল অর্জণ (শিক্ষার্থীরা পাঠ্য বই অধ্যায়নের ফলে পরীক্ষায় কল প্রশ্নের উত্তর দিতে সক্ষম)

৪। উদ্ভাবণীটি উপজেলা শিক্ষাপরিবার থেকে প্রশংসা কুড়ানোর ফলে বিদ্যালয়ের সুনাম ও পরিচিতি বৃদ্ধি 

৫। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহনে আবিষ্কৃত ফলে তাদের মধ্যে সৃজনশীলতার চর্চা বৃদ্ধি