Loading..

প্রেজেন্টেশন

২৩ নভেম্বর, ২০১৯ ০৮:০৩ অপরাহ্ণ

☑️ ২য় শ্রেণির ২অঙ্কের সংখ্যার বিয়োগের ধারণা। প্যাডাগোজি/রেটার স্যার ম্যাডামগণ দেখে গঠনমূলক পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।

এই কন্টেন্টে বিয়োগের ৩ রকম অর্থ যথাক্রমে তুলনা করা, বাদ দেয়া, পার্থক্য করা এর সমন্বয়ে তৈরী করা হয়েছে। ৩টি সমস্যা তৈরী করে এগুলোর আলোকে উপস্থাপনা সাজানো হয়েছে। এখানে

বাদ দেয়া বলতে, যখন কোন সামষ্টিক বস্তু থেকে কিছু কর্তন করা হয়, হারিয়ে যায়, ফেলে দেয়া, নষ্ট হয়ে যায় তখন অবশিষ্ট যা থাকে তা বের করার প্রক্রিয়া হল বাদ দেয়া।

তুলনা করা বলতে, দুটি বস্তুর পরিমাণ যাচাই এবং একটি বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা করা।

পার্থক্য করা বলতে, একটি বস্তু অন্য বস্তু অপেক্ষা কত কম বা বেশি, তা নির্ণয় করা এবং দুটি সংখ্যার পার্থক্য বের করার প্রক্রিয়া।

এই পাঠ শেষে শিক্ষার্থীরা 

10.1.1  উপকরন ব্যবহার করে বিয়োগ করতে পারবে


প্যাডাগোজি/রেটার স্যার ম্যাডামগণ দেখে গঠনমূলক পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি। এছাড়াও জেলা অ্যাম্বেসেডর, শ্রেষ্ঠ কন্টেন্ট নির্মাতা সহ সংশ্লিষ্ট সবাইকে আমার কন্টেন্টটি পূর্ণ রেটিং দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ