Loading..

উদ্ভাবনের গল্প

২৩ নভেম্বর, ২০১৯ ০৯:৫৬ অপরাহ্ণ

সুন্দর পৃথিবীকে বেঁচে রাখার জন্য এবং ভালো পরিবেশে বেঁচে থাকার জন্য গাছ লাগানো দরকার।

বর্ত মানে  বিশ্ব আবহাওয়ার পরিবেশ নষ্ট হতে বাচাঁর জন্য ,সুন্দর পৃথিবীকে বাচাঁর জন্য, এবং সুন্দর পরিবেশে আমাদের বেচে থাকার জন্য বৃক্ষ রোপন করা দরকার।          সে কারনে আবহাওয়ার জন্য স্কুলে সবুজ বনায়ন করা দরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানটা সারাক্ষণ  পরিস্কার রাখা দরকার বলে আমি মনে করি কারণ শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন করলে শিক্ষার্থীরা সহজেই বনায়নের উপকারিতা সম্পর্কে ব্যাপক ধারনা পাবে  গাছপালা দ্বারা আচ্ছাদিত থাকলে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে চমৎকার দেখায়  পাশাপাশি অক্সিজেন বেশী পাওয়া যায় এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যথেষ্ট অবদান রাখে বিদ্যালয়টি সবুজ রাখলে কি কি হয় তা  শিক্ষার্থীরা সহজেই জানতে পারে যেমন বিদ্যালয়ের গাছপালা বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষন করে এবং অক্সিজেন পরিবেশে ছেড়ে দেয়  ফলে বায়ুমন্ডলে অক্সিজেন  কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে আবার গাছপালা বাতাসে জলীয়বাস্প সরবরাহ করে ফলে পরিবেশ ঠান্ডা থাকে এবং বাস্প মেঘ  বৃষ্টিপাত ঘটাতে সাহা্য্য করে  দেশের আবগাওয়ার চরমভাবাপন্নতা হ্রাস করে জীবজন্তুর খাদ্য উৎপাদন করে এবং আশ্রয়স্থল হিসাবে কাজ করে  সেই সাথে ভুমি ক্ষয়  ভূমিধস থেকে পরিবেশ রক্ষা প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে জনপদ রক্ষা করে জীববৈচিত্র সংরক্ষণে সহায়তা করে  জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ভিতরে  বাইরে ফুল,ফল  কাঠের গাফ রোপণ করা উচিত এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি  সৌন্দর্য বর্ধনে সহায়তা হবে আবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কৃষি শিক্ষা সহ জীব বিজ্ঞানের ক্লাসের ব্যবহারি জ্ঞানও অর্জন করতে পারবে  এই সুন্দর পৃথিবীকে বেঁচে রাখতে এবং সুন্দর বাসযোগ্য করে রাখতে আমরা সবাই কাজ করি আর এই কাজটা নিজদের শিক্ষা প্রতিষ্ঠান হতে শুরু করার আহবান জানাই