Loading..

প্রেজেন্টেশন

২৫ নভেম্বর, ২০১৯ ০৯:৩৩ অপরাহ্ণ

স্থিতি ও গতি

স্থিতি ও গতি: আমরা আমাদের চারপাশে যত বস্তু দেখি, সেগুলো হয় স্থির না হয় গতিশীল। স্তিথি ও গতি বলতে আসলে আমরা কী বুঝি?আমরা বলি পারিপার্শ্বিকের সাপেক্ষে কলমটি গতিশীল। সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গাতিশীল বস্তু বলে। আর অবস্থানের এ পরিবর্তনের ঘটনাকে বলে গতি।