Loading..

খবর-দার

০১ ডিসেম্বর, ২০১৯ ০১:৫৮ পূর্বাহ্ণ

"মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং মনিটরিং" বিষয়ক প্রশিক্ষণ।

আলহামদুলিল্লাহ্‌।  উপজেলা পরিষদ নিয়ামতপুর, নওগাঁ এর আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় চার দিন ব্যাপি (২৫-২৮ নভেম্বর ২০১৯ইং) "মাধ্যমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং মনিটরিং" বিষয়ক প্রশিক্ষণ সফল ভাবে শেষ হলো। এ ধরনের সময়োপযোগী এবং অতীব গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে আমাকে প্রশিক্ষক হিসেবে সুযোগ দেওয়ার জন্য আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কে এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার জন্য।