Loading..

ম্যাগাজিন

০৬ ডিসেম্বর, ২০১৯ ০৭:০৫ পূর্বাহ্ণ

গল থেকে গলাগলি

গল-গলা - গালা-গালাগলিঃ
---
**
প্রতিটি বর্ণের একটি নিজস্ব অর্থ আছে।
গ্ বর্ণটি গমন ক্রিয়ার ধারককে বোঝায়।
গ=গ্-অন্ করে যে,গামী।
**
ইংরেজিতে go, সংস্কৃতে গং বা গম।
গমন অর্থ motion বা গতি,গমনের আরও বিভিন্ন অর্থ আছে।
যাওয়া আর গমন কি এক?
গমন হলো একটানা যাওয়া,না থেমে যাওয়া,প্রবাহ।
যাওয়া হলো থেমে থেমে যাওয়া,মানুষ থেমে থেমে হাঁটে, হেঁটে যায়-থেমে থেমে হেঁটে যায়। left - right - left এই যাওয়ার মধ্যে ছন্দ আছে,এক পা তুলে আরেক পা নামে।
বায়ুপ্রবাহ, নদীর জলপ্রবাহে গমন ও যাওয়া দুটোই আছে।
**
মানুষ ঢাকা যায়,কলকাতা যায় পরলোকে যায় না কেন? পরলোকে কেন গমন করে?
তাহলে কি যাওয়ার সাথে ফিরে আসার কোনও সম্পর্ক আছে?
প্রশ্নটা খামাকাই বার বার মাথায় আসছে।
**
ল বর্ণটি লালন, লয়ন বোঝায়।
লালন হলো স্নেহ করা,পালন করতে লালন করা লাগে।
লয়ন- লয়-অন,গলন
পালন করতে গিয়ে লালন বেশি হলে লয়ন হয়,পালন প লয়ন করে।
একটা উদ্ধৃতি দিচ্ছে,"আসি ৰাৱে হইলে মনন । স্বদেশে করিল যাত্রা লয়ে বহুধন ৷ আসিবারে কালে পথে রজনী ছইল। এক: ৭ সেই নি শী পথে তে বঞ্চিল। জদ্ধেক্যামিনী প্রায় জাগুৎ আছিল । তদন্তর জক ক্ষাৎ তন্ত্রা উপজিল ৷ একারনে সেষ্ট স্থানে করলে শয়ন । তস্কর আসিয়া ধন করিয়া হরণ এ স্বকার্য সাধিয়া সে কয়িছে প লয়ন । "---পাতা,উইকি সংকলন।
**
গল্=গামীর লালন-লয়ন,গল=গামীর লালন- লয়ন যাহাতে,গামী লয়প্রাপ্ত হয় যাহাতে।
গামী মানেই হলো একদিকে যাওয়া।যেখানে লয় প্রাপ্ত হচ্ছে,যেমন মুখে গ্রাস দিলে খাবার লয়প্রাপ্ত হয়,আবার কোনও সত্তা অধিক সঙ্কুচিত হলেও লয়প্রাপ্ত হয়,উভয়টিই গল,উভয় ক্ষেত্রেই গলন বা গলা হয়।
গল এর পুনরাবৃত্তি হচ্ছে গলগল।
ভাত যখন গলা দিয়ে গলগল করে যায় তখন তা গলে গলে যায়।
গল যা দিয়ে যায় তা হলো গল এর আধার বা গলা।
গল যখন গতিশীল হয় তখন হয় গলি।
গল গলে গেলে পুরোপুরি মিশামিশি হয় আর তখনই হয় গলাগলি।
সেই গলা দিয়ে যা বের হয়ে আসে তা হলো গাল।
গাল হলো গল এর আশ্রয়।
গাল গতিশীল থাকে গালিতে।
**
গাল গলগল  করে বের হয় যে ক্রিয়ার দ্বারা তা হলো গালা।
গালা- গাল এর আধার।
গলা দিয়ে যেমন কিছু ভেতরে যায়,তেমনি বের হয়েও আসতে পারে।
মানুষ খাবার খায় আবার বমিও করে গলা দিয়ে।
ফোঁড়া পাকলে গেলে দিয়ে দুষিত বস্তুটি বের করে আনতে হয়।
এই সবগুলোই গালা।
কাজেই গালাগালিতে গালা ও গালি দুটোই থাকে।
---কৃতজ্ঞতাঃবঙ্গীয় শব্দার্থকোষ।
৩০/০৬/২০১৯

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি