Loading..

উদ্ভাবনের গল্প

০৬ ডিসেম্বর, ২০১৯ ১১:১৯ পূর্বাহ্ণ

বিদ্যালয়ে মা সমাবেশের পরিবর্তে "অভিভাবক মেলা" আয়োজন করুন।

শিশুদের লেখা পড়ার গুনগত মান বাড়াতে চাইলে পিতা-মাতাকে বিদ্যালয়ের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। আর এই সম্পর্ক নিবিড় করে গড়ার জন্য পিতা-মাতার যেমন দায়িত্ব রয়েছে তেমনি শিক্ষক-শিক্ষিকারও রয়েছে অগ্রণী ভুমিকা। তাই আসুন নতুন বছরে "মা সমাবেশ" না করে চলুন "অভিভাবক মেলা" করি। পিতা-মাতা উভয়কেই দাওয়াত করি। বিদ্যালয় আংগিনায় সাজ-সজ্জায় মেলার আবহ সৃষ্টি করি। একটি শ্রেণিকক্ষে প্রজেক্টরে কার্টুন / শিশুতোষ ছবি চালিয়ে রাখি। ছাত্র-ছাত্রী ভর্তি কর্ণার, পরীক্ষা সংক্রান্ত কর্ণার, উপবৃত্তি কর্ণার, কাব স্কাউট কর্ণার, শিক্ষা উপকরণ কর্ণার, EIA কর্ণার ইত্যাদি নামে স্টল করি। সকাল থেকেই স্টলে স্টলে বিষয় গুলি সম্পর্কে অভিভাবকগণকে স্বচ্ছ ধারণা দেই। সাংস্কৃতিক পর্ব ও লটারির আয়োজন রাখি, যেন সকল অভিভাবক লটারির ড্র কে কেন্দ্র করে বিকালের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকে। বক্তব্যর মাঝে মাঝে শিশুদের গান-নাচ উপস্থাপন করি। অভিভাবকদের জন্য কুইজ এবং সঠিক উত্তর দানে পুরস্কারের ব্যবস্থা রাখি। পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করি।