Loading..

প্রকাশনা

০৮ ডিসেম্বর, ২০১৯ ০৭:৫৫ অপরাহ্ণ

বিদ্যালয় শিশু / দিলসাদ আনজুমান রুমা, প্রধান শিক্ষক, বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয় শিশু

                    w`jmv` AvbRygvb iægv

 

বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিদিন হেঁটে যায়
 
কর্দমাক্ত ইটের সুড়কি বিছানো পথ দিয়ে,
অনেক সময় বগলে রাখা বই-খাতাগুলো
পড়ে যেতো মাঝ পথে লুটিয়ে

ছেঁড়া পাতা উড়ে যেতো বাতাসে
চুল পুড়ে গ্রীষ্মের রোদে,
বর্ষার বৃষ্টিতে ভিজে সব একাকার
কাদা জল জমে রাস্তার খাদে

বিদ্যালয়ে আসা এক শিশুর

কি যে এক বাড়তি আনন্দ,

দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থানে

শিশুর থাকে না কোন নিরানন্দ

 

নির্দিষ্ট সময় অন্তর বিদ্যালয়ে

সহ-পাঠক্রমিক কার্যাবলীর আয়োজন

প্রতিটি শিশুর নানান বিকাশে

শিক্ষকের  আন্তরিক  প্রচেষ্ঠার প্রয়োজন

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি