Loading..

উদ্ভাবনের গল্প

১১ ডিসেম্বর, ২০১৯ ১২:৫১ পূর্বাহ্ণ

গণিত ব্যবহারিক ক্লাসরুম

গণিত ব্যবহারিক ক্লাসরুম


আমাদের বিদ্যালয়ে আমি বাংলা এবং ইংরেজি বিষয়ে পাঠদান করি। কিন্তু আমি লক্ষ্য করেছি যে, গণিতের প্রতি তাদরে একটা ভয় কাজ করে সব সময়। আমি ভাবতে লাগলাম কীভাবে তাদের এই ভয় দূর করা যায়? অনেক চিন্তা ভাবনা করে আমি তাদের সাথে আলোচনায় বসি। দু'একজন শিক্ষার্থিকে জিজ্ঞেস করলাম , তাদের ভয়ের কারণটা জানতে চাইলাম। দেখলাম তাদের গণিত ব্যবহারিক দিকে দূর্বলতা রয়েছে। তাই আমি শিক্ষার্থীদের নিয়ে একটা কক্ষে বাস্তবতার আলোকে শিখানোর চেষ্ঠা করলাম। দেখলাম হাতে-কলমে তাদের নিয়ে কাজ করলে শিখনে তাদের সহায়তা হয়। 

আমি তাদের গণিত শিক্ষকের সাথেও আলোচনা করে বেশ সহযোগিতা পেলাম। আমাকে আরও সহযোগিতার হাত বাড়ালেন আমার সুযোগ্য সহকর্মী জনাব সোমা দাস। 

আমি মনেকরি, এভাবে যদি আমরা কাজ করি তাহলে শিক্ষার্থিদের ভয় কমে যাবে এবং তারা সাবলীলভাবে গণিতের প্রতি আগ্রহী হয়ে উঠবে। 

আমার এই উদ্ভাবনী যদি ভালো লাগে তাহলে সবাই আমাকে সহযোগিতা করবেন।

ধন্যবাদ।

রোকসানা ইয়াসমিন

সহকারী শিক্ষক,

মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।